নিঃসঙ্গতা
তারছেঁড়া গিটার আমার
ধুলিপরা বই
স্মৃতি হাতরে খুজি আমি
বন্ধু তুমি কই?
সব হারিয়ে নিঃস্ব আমি
ধোঁয়ায় সুখ খুজি
ভালবাসা বলতে আমি
নিকোটিনকে বুঝি।
নিদ্রাহীন দুটি চোখ
গভীর রাত্রি জাগে,
খন্ড খন্ড শ্রাবণ মেঘ
চোখের সাথে খেলে।
ধোঁয়ায় ধোঁয়ায় জীবন আমার
কলিজা করলাম ছাই
সব আছে আমার চারিপাশে
বন্ধু তুমি নাই।
ধুলিপরা বই
স্মৃতি হাতরে খুজি আমি
বন্ধু তুমি কই?
সব হারিয়ে নিঃস্ব আমি
ধোঁয়ায় সুখ খুজি
ভালবাসা বলতে আমি
নিকোটিনকে বুঝি।
নিদ্রাহীন দুটি চোখ
গভীর রাত্রি জাগে,
খন্ড খন্ড শ্রাবণ মেঘ
চোখের সাথে খেলে।
ধোঁয়ায় ধোঁয়ায় জীবন আমার
কলিজা করলাম ছাই
সব আছে আমার চারিপাশে
বন্ধু তুমি নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৮/২০২১ধোঁয়ায় জীবন নষ্ট করে লাভ নাই। সবকিছুতেই ধৈর্য্য ধারণ করা উত্তম।
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৮/২০২১চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৮/২০২১বিরহ ব্যাথা।
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১সুন্দর একটা লেখা।