তুমি আজ কোথাও নেই
তুমি আজ কোথাও নেই
চায়ের কাপের উষ্ণতায়,
জানিনা কোথায় আছো লুকিয়ে
আজও আছি তোমারি হয়ে।
শীতের সকালে কুয়াশা ভেজা ভোরে।
ধূলিমাখা মেঠো পথে,
চলা হবেনা একসাথে।
রাখতে পারলাম না বেধে বাহুডোরে ।
মেঘে মেঘে যাচ্ছে ভরে আমার শহরে
ডুবে যাচ্ছি আমি অন্ধকারে,
কোথাও আলোর দেখা নেই
তুমি যে আজ কোথাও নেই।
তোমার শহরে আলোয় ভরা,
আমার শহরটা অন্ধকারে।
বাতাসে আজ বিষাক্ত কালো ধোঁয়া
অক্সিজেন ছাড়া কি বেচে থাকা যায়?
চেনা শহরটা আজ বড্ড অচেনা
প্রিয় মুখটা যে লাগে অচেনা।
দম বন্ধ হয়ে আশে,
তুমিতো আজ নেই আমার পাশে।
চায়ের কাপের উষ্ণতায়,
জানিনা কোথায় আছো লুকিয়ে
আজও আছি তোমারি হয়ে।
শীতের সকালে কুয়াশা ভেজা ভোরে।
ধূলিমাখা মেঠো পথে,
চলা হবেনা একসাথে।
রাখতে পারলাম না বেধে বাহুডোরে ।
মেঘে মেঘে যাচ্ছে ভরে আমার শহরে
ডুবে যাচ্ছি আমি অন্ধকারে,
কোথাও আলোর দেখা নেই
তুমি যে আজ কোথাও নেই।
তোমার শহরে আলোয় ভরা,
আমার শহরটা অন্ধকারে।
বাতাসে আজ বিষাক্ত কালো ধোঁয়া
অক্সিজেন ছাড়া কি বেচে থাকা যায়?
চেনা শহরটা আজ বড্ড অচেনা
প্রিয় মুখটা যে লাগে অচেনা।
দম বন্ধ হয়ে আশে,
তুমিতো আজ নেই আমার পাশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০১/২০১৯Nice..
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০১/২০১৯লিখতে থাকুন।