www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক বাবার আর্তনাদ

সে দিন বিকেলে দেখেছিলাম এক বৃদ্ধাকে।
চোখ দুটি তাহার অস্রু ভেজা ,
মেরুদন্ড আর নেই সোজা ।
কাপড় তাহার ছেড়া অতি ,
চলনে তাহার ধীর গতি ।
বসলেন তিনি গাছের নিচে
শুনলাম সবি তাহার কাছে ।
দুটি ছেলে একটি মেয়ে তাহার ,
ছিলো সুখের সংসার ।
মারা গেছে বউ যখন ,
ছেলে অতি ছোট তখন ।
মাথার ঘাম পায়ে ফেলে করেছিলেন কামাই
মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন দেখে ভাল জামাই ।
দুটি ছেলে বিয়ে করে
পৃথক হয়েছে সুখের তরে ।
মনে দুঃখে বাহির হয়েছে বাপ-দাদার ভিটা ছাড়িয়া ,
ছলনা করে নিয়েছে সব তাহার ছেলেরা কাড়িয়া ।
একটু খানি সুখের তরে ,
মনে দুঃখ মনে রেখে
যাবে সে বৃদ্ধাশ্রমে ।
ছেলে-মেয়ের সুখের তরে ,
নিজেদের সুখ বিসর্জন দিয়ে বড় করে যে বাবা মা ।
সে বাবা মাকে রাখে কি করে বৃদ্ধাশ্রমে ?
সুখ কি আর অতই সোজা
বাবা মা যে সন্তানের কাছে বোঝা ।
বাবা মার ঠাই নাই যে ঘরে ,
সে ঘরে সুখ থাকে কি করে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবর্ষি সিংহ ০৪/১১/২০১৫
    Bhalo
  • Make everybody' dream a real.
  • দারুণ
 
Quantcast