ভালোবাসি তোমায়
কখনো ভেবে দেখেছ কি ?
আঁকাশ কেন নীল শাড়িতে সাঁজে
কেন এত রূপ বসন্তের মাঝে ।
শিশিরে শিশিরে কেন ভেজা ঘাসে
কেন চাঁদ মামা জোসনা রাতে হাসে ।
কাঁশফুল কেন নদীর ধারে ফোটে ,
কেন মেঘে মেঘে ঘর্ষন ঘটে ।
বসন্তেই কেন কোকিল গায় গান ,
কেন বাংলার রূপ দেখলে ভরে ওঠে প্রান ।
বড্ড ভালোবাসি তোমায় বলতে পারিনা লাজে ,
প্রকৃতি তাই বলে তোমায় সেজে অপরূপ সাজে ।
কখনো অভিমান হলে
যেওনা বন্ধু দুরে চলে ।
ভালোবাসার উস্ন পরশ নিও সকাল-সাঁজে ।
কখনো কষ্ট হলে ডাক দিও মোরে ।
এক ফোটা জল পড়ার আগে , গুছিয়ে দিব কষ্ট জীবন তরে ।
সুখের সময় না পেলেও পাশে ,
দুঃখে পাবে কাছে ।
আমার ভালোবাসা তোমার তরে ,
থাকবে বারোমাসে ।
আঁকাশ কেন নীল শাড়িতে সাঁজে
কেন এত রূপ বসন্তের মাঝে ।
শিশিরে শিশিরে কেন ভেজা ঘাসে
কেন চাঁদ মামা জোসনা রাতে হাসে ।
কাঁশফুল কেন নদীর ধারে ফোটে ,
কেন মেঘে মেঘে ঘর্ষন ঘটে ।
বসন্তেই কেন কোকিল গায় গান ,
কেন বাংলার রূপ দেখলে ভরে ওঠে প্রান ।
বড্ড ভালোবাসি তোমায় বলতে পারিনা লাজে ,
প্রকৃতি তাই বলে তোমায় সেজে অপরূপ সাজে ।
কখনো অভিমান হলে
যেওনা বন্ধু দুরে চলে ।
ভালোবাসার উস্ন পরশ নিও সকাল-সাঁজে ।
কখনো কষ্ট হলে ডাক দিও মোরে ।
এক ফোটা জল পড়ার আগে , গুছিয়ে দিব কষ্ট জীবন তরে ।
সুখের সময় না পেলেও পাশে ,
দুঃখে পাবে কাছে ।
আমার ভালোবাসা তোমার তরে ,
থাকবে বারোমাসে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ আলি আকবর, ০১/১১/২০১৫দারুন
-
দ্বীপ সরকার ২২/১০/২০১৫সুন্দর।
-
রাশেদ খাঁন ২১/১০/২০১৫ভালো লাগলো
-
ঋজু কবি ২১/১০/২০১৫খুব সুন্দর সুরেলা ...... কবিতা । অপূর্ব ।
-
শরীফ আহমেদ ২০/১০/২০১৫সুন্দর লিখেছেন কবি।মুগ্ধ হলাম।
-
শমসের শেখ ২০/১০/২০১৫অপরূপ ভালোবাসার প্রকাশ
-
নির্ঝর ২০/১০/২০১৫খুবেই সুন্দর
-
রুহুল আমীন রৌদ্র. ১৯/১০/২০১৫এ এক নিঃস্বার্থ প্রেমিকের অবিনাশী প্রেম।
ভাল লাগলো খুবই।