আমার ছেলেবেলা
আজ সারাটা দিন মেঘলা আঁকাশ ,
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে ।
ছেলে বেলার কথাই শুধু আজ মনে পড়ছে ।
বৃষ্টি এলে আম কুড়ানো , ফুটবল খেলা মাঠে ।
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে স্মৃতি গুলো খুব মনে পড়ছে ।
ঝিলের ধারে শাপলা তোলা ,
পানিতে ভাসিয়ে ভেলা ।
আবার ফিরে পেতাম যদি
আমার ছেলেবেলা ।
পুকুর পাড়ে তাল কুড়াতাম ,
কাঁনামাছি , গোল্লাছুট , হা-ডু-ডু , খেলতাম মাঠে।
সাঁজের বেলায় পড়তে বসলেই ঘুম আসতো চোখে ।
কত বকুনি খেতাম মায়ের মুখে ।
উচু গাছ থেকে ঝাপ দিতাম জলে ,
ডুব দিতাম খেলার ছলে ।
দলবেধে সবাই গোসল করতাম মজা হত খুব ।
বাবার হাতে লাঠি দেখলে দৌড় দিতাম চোখ বুজে।
বাবা কি আর পাইতো তখন আমায় খুজে ।
অভিমান হলে মায়ের আঁচলে মুখ লুকাতাম ,
চোখ ভিজতো জলে ।
মায়ের কথা আজ খুব মনে পড়ে ।
দুচোখে তখন রঙ্গিন সপ্ন দেখতাম সকাল-সাঁজে ।
ছেলেবেলার কতো কথা মনের মাঝে বাঝে ।
ঘুড়ি উড়াইতাম , ক্রিকেট খেলতাম , গান গাইতাম আপন মনে ।
মনের আয়নায় হারিয়ে যাওয়া সেই স্মৃতি গুলো পড়ে মনে ।
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে ।
ছেলে বেলার কথাই শুধু আজ মনে পড়ছে ।
বৃষ্টি এলে আম কুড়ানো , ফুটবল খেলা মাঠে ।
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে স্মৃতি গুলো খুব মনে পড়ছে ।
ঝিলের ধারে শাপলা তোলা ,
পানিতে ভাসিয়ে ভেলা ।
আবার ফিরে পেতাম যদি
আমার ছেলেবেলা ।
পুকুর পাড়ে তাল কুড়াতাম ,
কাঁনামাছি , গোল্লাছুট , হা-ডু-ডু , খেলতাম মাঠে।
সাঁজের বেলায় পড়তে বসলেই ঘুম আসতো চোখে ।
কত বকুনি খেতাম মায়ের মুখে ।
উচু গাছ থেকে ঝাপ দিতাম জলে ,
ডুব দিতাম খেলার ছলে ।
দলবেধে সবাই গোসল করতাম মজা হত খুব ।
বাবার হাতে লাঠি দেখলে দৌড় দিতাম চোখ বুজে।
বাবা কি আর পাইতো তখন আমায় খুজে ।
অভিমান হলে মায়ের আঁচলে মুখ লুকাতাম ,
চোখ ভিজতো জলে ।
মায়ের কথা আজ খুব মনে পড়ে ।
দুচোখে তখন রঙ্গিন সপ্ন দেখতাম সকাল-সাঁজে ।
ছেলেবেলার কতো কথা মনের মাঝে বাঝে ।
ঘুড়ি উড়াইতাম , ক্রিকেট খেলতাম , গান গাইতাম আপন মনে ।
মনের আয়নায় হারিয়ে যাওয়া সেই স্মৃতি গুলো পড়ে মনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম সাব্বির ১৭/১০/২০১৫বহত সুন্দর..
-
আহমাদ আবদুল কাইয়ুম ১৬/১০/২০১৫দি বেঙ্গল কিংস
-
ফয়সাল শাহ ১৬/১০/২০১৫Ektu shadhu vasha proyog korle valo hoto
-
মোবারক হোসেন ১৫/১০/২০১৫সত্যি সুন্দর কবিতা।
-
শমসের শেখ ১৫/১০/২০১৫ভালো লিখেছেন তবে ছন্দের আরো মিল ঘটাতে হবে। বেশির ভাগ চরন গুলো একা একা মনে হচ্ছে, কবিতার সাথে উপরের চরনের সাথে মিল খাওয়াতে হবে।
-
শরীফ আহমেদ ১৫/১০/২০১৫ভাল লাগলো