তুমি আমার
প্রিয়তা ,
শরতের রোদ বৃষ্টির খেলায় তুমি আমার ।
তুমি আমার , নবান্নের পিঠা পার্বনে ।
চৈএ এর মাঠ ফাটানো রোদ্দে তুমি আমার
তুমি আমার চাঁদের আলোয়
ভরা জোসনায় প্লাবিত রাতে ।
বর্ষার অঝোর ধারায় ,
কালবৈশাখীর ঝড়ে তুমি আমার ।
হাড় কাঁপানো শীতে তুমি আমার
তুমি আমার শীতের সকালে ,
সূর্যের আলোয় ঝলমল করা
ধানের উপর শিশির বিন্দু ।
তুমি আমার ফুলে ফুলে ভরা বসন্তে ,
আমার অপ্রকাশিত কবিতায় তুমি আমার ।
শরতের রোদ বৃষ্টির খেলায় তুমি আমার ।
তুমি আমার , নবান্নের পিঠা পার্বনে ।
চৈএ এর মাঠ ফাটানো রোদ্দে তুমি আমার
তুমি আমার চাঁদের আলোয়
ভরা জোসনায় প্লাবিত রাতে ।
বর্ষার অঝোর ধারায় ,
কালবৈশাখীর ঝড়ে তুমি আমার ।
হাড় কাঁপানো শীতে তুমি আমার
তুমি আমার শীতের সকালে ,
সূর্যের আলোয় ঝলমল করা
ধানের উপর শিশির বিন্দু ।
তুমি আমার ফুলে ফুলে ভরা বসন্তে ,
আমার অপ্রকাশিত কবিতায় তুমি আমার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ১৫/১০/২০১৫সুন্দর লিখেছেন তবে বানানে হালকা গড়মিল আছে
-
বিকাশ দাস ১৫/১০/২০১৫ভালো। ছন্দও আরো ভালো হতে পারতো।
-
দেবব্রত সান্যাল ১৫/১০/২০১৫প্রচুর আবেগে লেখা , বারমাস্যা ধরনে লেখা। বানানে নজর দেওয়া আবশ্যক।
-
নাবিক ১৫/১০/২০১৫ভালো লাগলো।
-
ঋজু কবি ১৪/১০/২০১৫খুব দারুন কবিতা । খুব খুব ভালো লাগল পড়তে ।
-
ফয়সাল শাহ ১৪/১০/২০১৫Banan guli ektu correction niben