প্রিয়তমা
(1)
জোসনা রাত ,
মৃদু বাতাস
চলোনা বসি ছাদের কোণে ।
পাশাপাশি দুটি চেয়ারে ।
চায়ের মগের উষ্ণ ছোঁয়ায়
কাটাই না কিছুটা সময় ।
তুমি কি ঘুমিয়ে পড়লে ?
(2)
চাঁদের আলো কিছুটা পরেছে বিছানায় ,
তুমি গভীর ঘুমে মগ্ন ।
ঘুমন্ত অবস্থায় সব সময়ই সুন্দর লাগে তোমায় ,
আরো পরেছে চাঁদের আলো ।
আচ্ছা চাঁদ বেশি সুন্দর নাকি তুমি ?
আমি কোন পার্থক্য খুজে পাচ্ছি না ।
(3)
ঝিঁ ঝিঁ পোকাগুলো বাঁশ ঝাড়ে আর
শেয়াল ডাকছে দুরে ।
রাতজাগা পাখি গুলো ও ঘুমায়নি ।
আর তুমি ঘুমিয়ে পড়লে !!!
বড্ড বেরশিক তুমি ।
ওঠ না প্লিজ
(4)
বাগানের ফুল গুলো ফুটেছে ,
বাতাসে মোহ মোহ গন্ধ ।
তোমার প্রিয় রং
চা বানিয়ে আনি ,
ঘুম আসবেনা আর ।
কি সুন্দর চাঁদ উঠেছে ।
দ্যাখো ,
তোমার প্রিয় শিউলী ফুল কুড়িয়ে এনেছি ।
এই আবার ঘুমিয়ে পরলে ।
জোসনা রাত ,
মৃদু বাতাস
চলোনা বসি ছাদের কোণে ।
পাশাপাশি দুটি চেয়ারে ।
চায়ের মগের উষ্ণ ছোঁয়ায়
কাটাই না কিছুটা সময় ।
তুমি কি ঘুমিয়ে পড়লে ?
(2)
চাঁদের আলো কিছুটা পরেছে বিছানায় ,
তুমি গভীর ঘুমে মগ্ন ।
ঘুমন্ত অবস্থায় সব সময়ই সুন্দর লাগে তোমায় ,
আরো পরেছে চাঁদের আলো ।
আচ্ছা চাঁদ বেশি সুন্দর নাকি তুমি ?
আমি কোন পার্থক্য খুজে পাচ্ছি না ।
(3)
ঝিঁ ঝিঁ পোকাগুলো বাঁশ ঝাড়ে আর
শেয়াল ডাকছে দুরে ।
রাতজাগা পাখি গুলো ও ঘুমায়নি ।
আর তুমি ঘুমিয়ে পড়লে !!!
বড্ড বেরশিক তুমি ।
ওঠ না প্লিজ
(4)
বাগানের ফুল গুলো ফুটেছে ,
বাতাসে মোহ মোহ গন্ধ ।
তোমার প্রিয় রং
চা বানিয়ে আনি ,
ঘুম আসবেনা আর ।
কি সুন্দর চাঁদ উঠেছে ।
দ্যাখো ,
তোমার প্রিয় শিউলী ফুল কুড়িয়ে এনেছি ।
এই আবার ঘুমিয়ে পরলে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ তারুণ্য ২৫/১০/২০১৫মধুর ভাবনা,,
-
শমসের শেখ ১৩/১০/২০১৫ভালো লিখেছেন কবি ভাই।
-
দেবব্রত সান্যাল ১৩/১০/২০১৫একটু মজা ঘষা করলে একটা মিষ্টি কবিতা হতে পারে।
-
মোবারক হোসেন ১৩/১০/২০১৫জেগে থেকেও সারা দিবার ইচ্ছে নেই।কবি বন্ধু কবিতার লাইন গুলোর মধ্যে তাল ঠিক রাখলে আরও ভাল হতো।
ধন্যবাদ কবিকে। -
মোঃ সোহেল মাহমুদ ১৩/১০/২০১৫খুব ভালো..