আবছায়া
অগোছালো কিছু স্বপ্ন উড়ান , বৃষ্টি ভেজা মুখ
এলোমেলো এই ভালোবাসা নিয়ে পথ চলাতেই সুখ।
দিন কেটে যায় চোখে মেপে নিয়ে একমুঠো রোদ্দুর,
উড়ে যেতে চাই আরও বহুদূর, মন চায় যদ্দূর।
তোমার চিবুক ছুঁতে গিয়ে ফের ফসকে গেল হাত,
আকাশ জুড়ে ভিজলো তারা ,অচেনা এক রাত।
ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ,
দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।
জোৎস্না রাঙা অবছায়াতে তোমায় খুঁজি মিছে,
নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।
আমার শিরায় রক্তের স্রোত, পাঁজরে ভরা স্বাস,
তুমি নাটোরের বনলতা সেন, আমি নীরব ইতিহাস।।
এলোমেলো এই ভালোবাসা নিয়ে পথ চলাতেই সুখ।
দিন কেটে যায় চোখে মেপে নিয়ে একমুঠো রোদ্দুর,
উড়ে যেতে চাই আরও বহুদূর, মন চায় যদ্দূর।
তোমার চিবুক ছুঁতে গিয়ে ফের ফসকে গেল হাত,
আকাশ জুড়ে ভিজলো তারা ,অচেনা এক রাত।
ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ,
দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।
জোৎস্না রাঙা অবছায়াতে তোমায় খুঁজি মিছে,
নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।
আমার শিরায় রক্তের স্রোত, পাঁজরে ভরা স্বাস,
তুমি নাটোরের বনলতা সেন, আমি নীরব ইতিহাস।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/১২/২০১৭সুন্দর লিখেছেন
-
মধু মঙ্গল সিনহা ১৬/১২/২০১৭দারুন কবিতা প্রিয়।