নারী
মোর চলার পথে আসে কতই না ঝড়, করিতে মোরে যাযাবর!
নারী যে আমি, সহিতে পারি সবি।
সহনশীল ধাতু, কভু গলিতে শিখিনী!
বাতাসেরে পুষি আমি
ঝড়ের দ্বারে নাচি!
ভয় তো মোর খেলার সাথি,
ভিতুর দ্বারে বেচি!
বুঝলে কিছু? এ মোর জীবন নথী!
আমি কি শুধুই একজন নারী? সেতো মোর দৈহিক পরিচয় মাত্র,
প্রয়োজনে আমিও পারি
ধরিতে ধারালো সে তরোয়ালি!।
নারী যে আমি, সহিতে পারি সবি।
সহনশীল ধাতু, কভু গলিতে শিখিনী!
বাতাসেরে পুষি আমি
ঝড়ের দ্বারে নাচি!
ভয় তো মোর খেলার সাথি,
ভিতুর দ্বারে বেচি!
বুঝলে কিছু? এ মোর জীবন নথী!
আমি কি শুধুই একজন নারী? সেতো মোর দৈহিক পরিচয় মাত্র,
প্রয়োজনে আমিও পারি
ধরিতে ধারালো সে তরোয়ালি!।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬নারী যে নিত্যদিনের জীবন সঙ্গী। চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।