www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেনে নিন microwave ব্যাবহারের সঠিক টিপস্

প্রতিদিন আমরা প্রায় বেশীরভাগ মানুষ Microwave এ খাবার গরম করে থাকি ! কিন্তু কিভাবে microwave Oven safely use করা যায় সেটা আমরা অনেকেই জানিনা i আজ আমি আপনাদের maicrowave oven সঠিকভাবে ব্যাবহারের কিছু টিপস দিব যার মাধ্যমে আপনি আপনার microwave oven এর কার্যক্ষমতা বৃদ্দি করতে পারবেন।

১. বাসি খাবার পুনরায় গরম না করা

৪ দিন অথবা তার বেশি দিনের বাসি খাবার পুনরায় microwave oven এ গরম করা উচিত নয়

২. ওভেন এ Containers ব্যাবহার করা উচিত

Microwave এর মধ্যে সর্বদা সিরামিক বা কাচের পাত্রে খাবার গরম করতে হবে। যদি আপনি microwave oven এ প্লাষ্টিক এর পাত্র use করেন তাহলে সেটা খাবারের সাথে melt হয়ে যেতে পারে অন্য দিকে যদি metal containers use করেন তাহলে এটি মাইক্রোওয়েভের মধ্যে স্পার্ক তৈরি করতে পারে।

৩. খাবার ঢেকে গরম করতে হবে

যখনই আপনি খাবার গরম করার চেষ্টা করছেন তখন সবসময় এটি একটি ovenproof গ্লাস ঢাকনা দিয়ে ঢেকে রাখুন বা wrapper ব্যবহার করতে পারেন। অন্যথায়, আপনার খাবার ওভেন এর ভিতরে ছিটিয়ে পড়ার সম্ভবনা থাকবে।

৪. কিছু রান্না করা খাবার মাইক্রোওয়েভের মধ্যে গরম না করে ভালো

কিছু কিছু খাবার যেমন মুরগির মাংস ,গরুর মাংস বার বার microwave oven এ গরম না করে ভাল, কারণ বার বার মাংস গুলো গরম করার ফলে তা Dry হয়ে যায়।
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ৮৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast