ভালোবাসা
সে যে এসেছিল এক বিকালে,
পুস্প-কাননের আঙ্গিনায়।
চেয়েছিলাম অপলক নয়নে,
তাহার অপরুপ মায়াবী বদনে।
হয়েছিল দুটি নয়নে না বলা অব্যক্ত আবেগ।
চাপা কষ্টে বুঝেছিলাম, সে এখনো ভালোবাসে আমায়।
সমাজ ও সময়ের কাছে হেরে গেলাম দু'জন,
তবুও হয়নি অমলিন আমাদের ভালোবাসা।
তা: ১৮-১১-২০১৭
পুস্প-কাননের আঙ্গিনায়।
চেয়েছিলাম অপলক নয়নে,
তাহার অপরুপ মায়াবী বদনে।
হয়েছিল দুটি নয়নে না বলা অব্যক্ত আবেগ।
চাপা কষ্টে বুঝেছিলাম, সে এখনো ভালোবাসে আমায়।
সমাজ ও সময়ের কাছে হেরে গেলাম দু'জন,
তবুও হয়নি অমলিন আমাদের ভালোবাসা।
তা: ১৮-১১-২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৬/১১/২০১৭ভালো
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/১১/২০১৭বেশ ভাল...'।
-
শান্ত চৌধুরী ২৬/১১/২০১৭বাহ্ চমৎকার লিখুনী ...
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৬/১১/২০১৭সুন্দর