স্বাধীনতা আজ
স্বাধীনতা আজ
তুমি আছো বিদেশী কোম্পানির বিজ্ঞাপণে,
অন্নের জন্য দেশের মানুষ বিদেশে গিয়ে মরে।
স্বাধীনতা আজ
তুমি আছো ২৬ শে মার্চের আনুষ্ঠনিকতায়,
অন্নের জন্য মুক্তিযোদ্ধারা রিকশা চালায়।
স্বাধীনতা আজ
তুমি আছো লাল-সবুজের ফ্যাশন শো তে,
অন্নের জন্য বীরঙ্গনারা কাদেঁ।
স্বাধীনতা আজ
তুমি আছো দুর্নীতিবাজ নেতার দেশের সম্পদ লুণ্ঠনে,
আহা! চেয়েছিলাম এমন স্বাধীনতা???
মুক্তি যোদ্ধাদের ভারী আর্তনাদ।
তা: ১৫-১১-২০১৭
তুমি আছো বিদেশী কোম্পানির বিজ্ঞাপণে,
অন্নের জন্য দেশের মানুষ বিদেশে গিয়ে মরে।
স্বাধীনতা আজ
তুমি আছো ২৬ শে মার্চের আনুষ্ঠনিকতায়,
অন্নের জন্য মুক্তিযোদ্ধারা রিকশা চালায়।
স্বাধীনতা আজ
তুমি আছো লাল-সবুজের ফ্যাশন শো তে,
অন্নের জন্য বীরঙ্গনারা কাদেঁ।
স্বাধীনতা আজ
তুমি আছো দুর্নীতিবাজ নেতার দেশের সম্পদ লুণ্ঠনে,
আহা! চেয়েছিলাম এমন স্বাধীনতা???
মুক্তি যোদ্ধাদের ভারী আর্তনাদ।
তা: ১৫-১১-২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৬/১১/২০১৭বাস্তবতার পটচিত্র
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/১১/২০১৭বাস্তব কথাগুলো ফুটে উঠেছে আপনার কবিতায়...।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৬/১১/২০১৭বান্তবতায় ভরা
-
মনোবর ২৫/১১/২০১৭বাস্তব!