কি হতে চাও
প্রেমিক হতে চাও?
আছে কি তোমার ভালোবাসা?
যে ভালোবাসায় থাকবেনা কলুষতা?
কবি হতে চাও?
আছে কি তোমার ভাষার জ্ঞান?
যে ভাষায় থাকবেনা ছন্দের অমিল।
বিদ্রোহী হতে চাও?
আছে কি তোমার প্রতিবাদী কন্ঠ?
যে প্রতিবাদে থাকবেনা অনিয়ম।
নজরুল হতে চাও?
আছে কি তোমার সাম্যর-গান?
যে গানে থাকবেনা ধর্মের বিভেদ।
দেশপ্রেমিক হতে চাও?
আছে কি তোমার দেশাত্মবোধ?
যে দেশাত্মবোধে থাকবেনা বিদেশপ্রীতি।
মানুষ হতে চাও?
আছে কি তোমার মনুষ্যত্ব?
যে মনুষ্যত্বে থাকবেনা অবিচার।
আছে কি তোমার ভালোবাসা?
যে ভালোবাসায় থাকবেনা কলুষতা?
কবি হতে চাও?
আছে কি তোমার ভাষার জ্ঞান?
যে ভাষায় থাকবেনা ছন্দের অমিল।
বিদ্রোহী হতে চাও?
আছে কি তোমার প্রতিবাদী কন্ঠ?
যে প্রতিবাদে থাকবেনা অনিয়ম।
নজরুল হতে চাও?
আছে কি তোমার সাম্যর-গান?
যে গানে থাকবেনা ধর্মের বিভেদ।
দেশপ্রেমিক হতে চাও?
আছে কি তোমার দেশাত্মবোধ?
যে দেশাত্মবোধে থাকবেনা বিদেশপ্রীতি।
মানুষ হতে চাও?
আছে কি তোমার মনুষ্যত্ব?
যে মনুষ্যত্বে থাকবেনা অবিচার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন আই পারভেজ ৩১/১২/২০১৭সুন্দর হয়েছে।
-
সন্দীপন পাল ২৭/১১/২০১৭ভালো। কবি হতে ভাষা চাই না। তাই মন.....
-
কে. পাল ২৫/১১/২০১৭Ok
-
সুজয় সরকার ২৫/১১/২০১৭সুন্দর বুনন তবে কবি কেউ হতে পারে না কবি তো কবি হবার জন্যই জন্মায়
-
সোলাইমান ২৫/১১/২০১৭অপূর্ব! মুগ্ধতা রেখে গেলাম। শুভেচ্ছা প্রিয় কবি ...