তুমি শুধু আমারি
তুমি
বৈশাখী ঝড়ের একটু উন্মাদানা।
তুমি
গ্রীষ্মের তপ্ত দুপুরের একটু ঝলক।
তুমি
বর্ষার অঝরে একটু পরশ।
তুমি
শীতের কুয়াষার মাঝে একটু ধুলিকণা।
তুমি
ফাল্গুণের উড়ন্ত বাতাসের একটু ভালোলাগা।
তুমি
সাজেঁর মায়ার মাঝে একটু লাল আভা।
তুমি
মোনালিসার একটু হাসিঁ।
তুমি
সে তো মনের গহিনে লুকিয়ে থাকা একটু ব্যাথা।
তুমি
সে তো তুমি নও,
শুধু আমারি।
বৈশাখী ঝড়ের একটু উন্মাদানা।
তুমি
গ্রীষ্মের তপ্ত দুপুরের একটু ঝলক।
তুমি
বর্ষার অঝরে একটু পরশ।
তুমি
শীতের কুয়াষার মাঝে একটু ধুলিকণা।
তুমি
ফাল্গুণের উড়ন্ত বাতাসের একটু ভালোলাগা।
তুমি
সাজেঁর মায়ার মাঝে একটু লাল আভা।
তুমি
মোনালিসার একটু হাসিঁ।
তুমি
সে তো মনের গহিনে লুকিয়ে থাকা একটু ব্যাথা।
তুমি
সে তো তুমি নও,
শুধু আমারি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রনব ১৪/০৮/২০১৭সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৮/২০১৭ভালো।
-
মোনালিসা ১২/০৮/২০১৭অনেক ভাল
-
সাঁঝের তারা ১২/০৮/২০১৭বেশ
-
মেহেদী হাসান (নয়ন) ১২/০৮/২০১৭বাহ বেশ ভাল
-
দেবাশীষ দিপন ১২/০৮/২০১৭তুমিময় ভুবন!