www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ না বিষ

বিষ বছরের লেখাপড়া দিল আমায় ফাঁকি
হাতে চারখানা কাগজগুঁজে বাড়ালো জীবন ঝুঁকি !

চাকরিদাতা মুচকি হেঁসে : ফ্রেশ ক্যান্ডিডেট নাকি ?
অভিজ্ঞতা বিনে এসব পেপারের প্রয়োজন আছে নাকি ??

প্রেমিকার বাবা : শোন ছোকরা ;
তোমাদের সব শুনেছি বৈ কি ---
ছেলে তুমি মাশাল্লাহ !!!
তবুও মাঝ দরিয়ায় মেয়ে ভাসাবো নাকি ?

সরকারি জব ??? আমলাতন্ত্র !!!
টাকাকড়ির খেলা ;
বৃদ্ধ পিতার চোঁখে তাকাতে
লজ্জা যে পাই তিনবেলা !!!

লক্ষ বেকার ডেকে বলে
ওরে শালার গাধা !
পাশ করার আর সময় পেলি না
এলি এই অবেলা ???

চারখানা মৃত কাগজ !!
কত গ্রাম ? কতই বা দাম ??
এসব কাগজ পাবে কি প্রাণ --
দিবে কি শত রাত জাগা ঘামের দাম ???
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast