মায়া
মস্তিষ্কের ডায়েরির পাতা উল্টে
যখন সুদুর অতিতে ফিরে যাই...
চোখ তখন ঝাপসা হয়ে আসে
দু ফোটা অশ্রুর কারনে..
বিকেল বেলা মনে পরে
সেই এককাপ চায়ের কথা
সবার সাথে বসে দেয়া আড্ডা
হাসি খুশি অভিমান মাখা বন্ধুত্তের কথা..
কি করেছি জিবনে
আর কি বা পেয়েছি
জানি না আড্ডা দেয়া সেই প্রিয় বন্ধুগুলো
এখন কোথায়.....?
স্মৃতি বড় বেশি যন্ত্রনা দেয়..
আজকে ওই গান টার মানে বুঝি
কত কষ্ট বুকে নিয়ে লেখক গান টা
লিখেছিলেন
"কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই,,।"
সবার জিবন থেকেই হারিয়ে যাই সব কিছু..
পরে থাকে শুধু স্মৃতি..
যা শুধু মন কে পুড়িয়ে কালো কয়লা করে দেয়...
মায়ার বাঁধন বড়ই আজব জিনিষ..
যা ছিন্ন করতে পারলাম না..
যখন সুদুর অতিতে ফিরে যাই...
চোখ তখন ঝাপসা হয়ে আসে
দু ফোটা অশ্রুর কারনে..
বিকেল বেলা মনে পরে
সেই এককাপ চায়ের কথা
সবার সাথে বসে দেয়া আড্ডা
হাসি খুশি অভিমান মাখা বন্ধুত্তের কথা..
কি করেছি জিবনে
আর কি বা পেয়েছি
জানি না আড্ডা দেয়া সেই প্রিয় বন্ধুগুলো
এখন কোথায়.....?
স্মৃতি বড় বেশি যন্ত্রনা দেয়..
আজকে ওই গান টার মানে বুঝি
কত কষ্ট বুকে নিয়ে লেখক গান টা
লিখেছিলেন
"কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই,,।"
সবার জিবন থেকেই হারিয়ে যাই সব কিছু..
পরে থাকে শুধু স্মৃতি..
যা শুধু মন কে পুড়িয়ে কালো কয়লা করে দেয়...
মায়ার বাঁধন বড়ই আজব জিনিষ..
যা ছিন্ন করতে পারলাম না..
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান টিটু ২৮/১১/২০১৬খুব সুন্দর
-
আমি-তারেক ২৬/১১/২০১৬valo hoyechey...
-
মোস্তাফিজার সুজন ২৬/১১/২০১৬মায়া!মায়ার টানে মায়ার পিছু ছুটে চলেছি।
-
দ্বীপ সরকার ২৬/১১/২০১৬নাইস
-
অঙ্কুর মজুমদার ২৬/১১/২০১৬vlo