বাবা
পৃথিবীর সবথেকে অসহায় মানুষটি আমার বাবা।
অনেক দিয়েছেন তিনি।
অনেক করেছেন তিনি।
বহু টাকার ঋনের বোঝা বয়েই চলেছেন সন্তান মানুষ করতে।
মানুষ হতে পারিনি।
হাসি ফুটাতে পারিনি।
হাসাতে হাসাতে কাঁদিয়েছিলাম সেই ক্লাস ফাইভের বৃত্তি পেয়ে।হাতে ধরে রাখা সাইকেল টা ফেলে দিয়ে কোলে করে জড়িয়ে ধরেছিলেন আমাকে।বাজারের মাঝখানে দুজন কেঁদেছিলাম সেদিন।
তারপর থেকে তাকে আজও হাসতে দেখিনি।
আজ রাতে তিনি ভাত খাননি।
ছেলেকে যা টাকা দিয়েছিলেন মাসের শুরুতে।গতকাল তা শেষ হওয়ায় এখন পর্যন্ত ছেলে বাবা কে জানায়নি।
ছেলের পেটেও দানাপানি পড়েনি দুদিন হলো।
চাওয়ার মুখ নেই এই ছেলেটির।
প্রচন্ড আর ভয়ানক মেধাবী হয়েও ক্লাসের সব থেকে খারাপ ছাত্রটি এই ছেলে।
প্রেমিকা জীবনে এসেছে অনেক কষ্টে।আবার তার ভিতর টা দেখে একা একাই চলেও গেছে নিজে থেকেই।যে এসেছে সে ধুকছে ভালোবাসার অভাবে।
মনের অবস্থা এমন এক অসহনীয় অবস্থায় দাঁড়িয়েছে যে ঘুরে দাঁড়ানোর পথ প্রায় বন্ধ।
বাবা পেনশন পাবেন তিনবছর পর।
ছেলে কি করবে?
বৈকল্য দেখা দিয়েছে মনে।
অনেক দিয়েছেন তিনি।
অনেক করেছেন তিনি।
বহু টাকার ঋনের বোঝা বয়েই চলেছেন সন্তান মানুষ করতে।
মানুষ হতে পারিনি।
হাসি ফুটাতে পারিনি।
হাসাতে হাসাতে কাঁদিয়েছিলাম সেই ক্লাস ফাইভের বৃত্তি পেয়ে।হাতে ধরে রাখা সাইকেল টা ফেলে দিয়ে কোলে করে জড়িয়ে ধরেছিলেন আমাকে।বাজারের মাঝখানে দুজন কেঁদেছিলাম সেদিন।
তারপর থেকে তাকে আজও হাসতে দেখিনি।
আজ রাতে তিনি ভাত খাননি।
ছেলেকে যা টাকা দিয়েছিলেন মাসের শুরুতে।গতকাল তা শেষ হওয়ায় এখন পর্যন্ত ছেলে বাবা কে জানায়নি।
ছেলের পেটেও দানাপানি পড়েনি দুদিন হলো।
চাওয়ার মুখ নেই এই ছেলেটির।
প্রচন্ড আর ভয়ানক মেধাবী হয়েও ক্লাসের সব থেকে খারাপ ছাত্রটি এই ছেলে।
প্রেমিকা জীবনে এসেছে অনেক কষ্টে।আবার তার ভিতর টা দেখে একা একাই চলেও গেছে নিজে থেকেই।যে এসেছে সে ধুকছে ভালোবাসার অভাবে।
মনের অবস্থা এমন এক অসহনীয় অবস্থায় দাঁড়িয়েছে যে ঘুরে দাঁড়ানোর পথ প্রায় বন্ধ।
বাবা পেনশন পাবেন তিনবছর পর।
ছেলে কি করবে?
বৈকল্য দেখা দিয়েছে মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০৪/১১/২০১৬মনে হলো সিনেমা দেখলাম
-
রাবেয়া মৌসুমী ০৪/১১/২০১৬কঠিন বাস্তবতা।
-
অঙ্কুর মজুমদার ০৩/১১/২০১৬besh sundor
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০১৬ভালো লাগলো।