তুমি
তুমি
সে তো পুস্প কাননে মাঝে পুস্প পাপড়ি তে শুভ্র শিশির কণার গড়িয়ে পড়ার আাবেশ।
তুমি
সে তো বর্ষার বৃষ্টি ভিজা কদম ফুলের পরশ।
তুমি
সে তো শরৎ এর পড়ন্ত বিকালে শোভিত কাশঁ ফুলের মেলা।
তুমি
সে তো শীতের সকালে একফালি সূর্যের হাসি।
তুমি
সে তো, নদ ও নদী মিলে এক হওয়া যমুনার বহমানতা।
তুমি
সে তো অক্সিজিন ও নাইট্রোজেন মিলে এক হওয়া বাতাসের পরশ।
তুমি
সে তো, হৃদযন্ত্রের প্রসারনে প্রবাহিত রক্ত ধারা। সে রক্ত ধারায় বেচঁে থাকা।
তুমি! সে তো শুধুই তুমি!!!!
সে তো পুস্প কাননে মাঝে পুস্প পাপড়ি তে শুভ্র শিশির কণার গড়িয়ে পড়ার আাবেশ।
তুমি
সে তো বর্ষার বৃষ্টি ভিজা কদম ফুলের পরশ।
তুমি
সে তো শরৎ এর পড়ন্ত বিকালে শোভিত কাশঁ ফুলের মেলা।
তুমি
সে তো শীতের সকালে একফালি সূর্যের হাসি।
তুমি
সে তো, নদ ও নদী মিলে এক হওয়া যমুনার বহমানতা।
তুমি
সে তো অক্সিজিন ও নাইট্রোজেন মিলে এক হওয়া বাতাসের পরশ।
তুমি
সে তো, হৃদযন্ত্রের প্রসারনে প্রবাহিত রক্ত ধারা। সে রক্ত ধারায় বেচঁে থাকা।
তুমি! সে তো শুধুই তুমি!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ০৩/০৮/২০১৬
-
দ্বীপ সরকার ০৩/০৮/২০১৬ভালো
-
মোনালিসা ০৩/০৮/২০১৬লুল
-
জসিম উদ্দিন জয় ০৩/০৮/২০১৬সুন্দর কবিতা। শুভ কামনা রইলো ।
-
স্বপ্নময় স্বপন ০৩/০৮/২০১৬ভালো হয়েছে!