www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিয়ন্তা

আজ পড়ন্ত এক বিকালে
বদ্ধ এলোমেলো এক ছোট্ট কুটিরে,
শ্রীহীন এলোকেশে বসে আছি এক কোনে,
ভারাক্রান্ত ভগ্ন হৃদয় আমার সুদূর এক অতীতপানে চেয়ে থাকে,
এক নিয়ন্তার জন্য।
নিয়ন্তা
আজ বড্ড তোমায় বেশী মনে পড়ে।
জানি তুমি ফিরবেনা কোনদিন,
কিন্তু অবুঝ হৃদয় সেকি বোঝে?।
ভালোবাসার অর্থ কি?
সেদিন তুমি বুঝিয়েছিলে আমায়।
যে নিয়ন্তা আমার মুখভার দেখলে,
প্রশ্ন করতো শত বার।
যে নিয়ন্তা আমার ফোন ব্যস্ত থাকলে,
অভিমান করতো শত বার।
যে নিয়ন্তা আমার অসুস্থ হলে,
সুস্থতার জন্য প্রার্থনা
করতো শত বার।
যে নিয়ন্তা আমার সাথে চিরকাল থাকার জন্য প্রতিজ্ঞা করতো শত বার,
সে নিয়ন্তা আজ কিভাবে ভুলে গেলে আমায়?
নিয়ন্তা তুমি জেনে রেখ
তোমায় বড্ড বেশী ভালোবাসি,
এ ভালোবাসা রবে চিরকাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কুয়াশা রায় ০২/০১/২০১৫
    বেশ ভাল লাগল।
  • অনেক চেষ্ট ভুল না হবার জন্য কিন্তু অজান্তে তারপরেও ভুল। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ
  • অনেক চেষ্ট ভুল না হবার জন্য কিন্তু অজান্তে তারপরেও ভুল। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ
  • ভরাক্রান্ত< ভারাক্রান্ত
    ব্যাস্ত< ব্যস্ত।
    বিয়োগাত্মক কবিতা, বিরহের স্বাদ পেলাম কবি।
  • বাহ বেশ রোমান্টিক................
  • ৩০/১২/২০১৪
    ভাল হয়েছে ।
 
Quantcast