তুমি কি
তুমি কি?
অন্তহীন দৃষ্টি না ফেরানো চাহনি।
তুমি কি?
বিধাতার অন্তহীন অপরুপ সৃষ্টি।
তুমি কি?
সাদা সুভ্র ফুলের ছড়ানো পাপড়ীর গড়ানো এক ফোটা শিশির।
তুমি কি?
চম্পা কলির পুস্পিত পাপড়ীর ছড়ানো সৌরভ
তুমি কি?
প্রভাতে পূর্ব দিগন্তে উঠিত রবির মিষ্টি পরশ।
তুমি কি?
ক্লান্ত দুপুরের অবসান্ত শরীরের একটু অবসাদ।
তুমি কি?
বিকালে দুষ্ট ছেলেদের উড়ানো ঘুড়ির শোভিত আকাশ।
তুমি কি?
তিমির রজনীর নির্ঘুম জেগে থাকা।
তুমি কি?
তোমায় কাছে না পেয়ে নিশাকরের সাথে কথা বলা।
তুমি কি?
একটুখানি ফোনের অপেক্ষায় সারাক্ষন ছটফট করা।
তুমি কি?
সকল বিষন্নতা ঘিরে থাকে হারানোর অবিরত ভয়ে।
তুমি কি?
কে তুমি? কে তুমি?
তুমি তো আমার হৃদয়ের অবিরন্ত অন্তহীন অমৃত ভালোবাসা।
তুমি তো আমার প্রিয়তমা।
অন্তহীন দৃষ্টি না ফেরানো চাহনি।
তুমি কি?
বিধাতার অন্তহীন অপরুপ সৃষ্টি।
তুমি কি?
সাদা সুভ্র ফুলের ছড়ানো পাপড়ীর গড়ানো এক ফোটা শিশির।
তুমি কি?
চম্পা কলির পুস্পিত পাপড়ীর ছড়ানো সৌরভ
তুমি কি?
প্রভাতে পূর্ব দিগন্তে উঠিত রবির মিষ্টি পরশ।
তুমি কি?
ক্লান্ত দুপুরের অবসান্ত শরীরের একটু অবসাদ।
তুমি কি?
বিকালে দুষ্ট ছেলেদের উড়ানো ঘুড়ির শোভিত আকাশ।
তুমি কি?
তিমির রজনীর নির্ঘুম জেগে থাকা।
তুমি কি?
তোমায় কাছে না পেয়ে নিশাকরের সাথে কথা বলা।
তুমি কি?
একটুখানি ফোনের অপেক্ষায় সারাক্ষন ছটফট করা।
তুমি কি?
সকল বিষন্নতা ঘিরে থাকে হারানোর অবিরত ভয়ে।
তুমি কি?
কে তুমি? কে তুমি?
তুমি তো আমার হৃদয়ের অবিরন্ত অন্তহীন অমৃত ভালোবাসা।
তুমি তো আমার প্রিয়তমা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Pp ০১/১২/২০১৪অসম্ভব সুন্দর
-
মোঃ আবদুল করিম ৩০/১১/২০১৪তুমিতে যে বিশদ বর্ণনা অসাধারন ভাবে ফুটে উঠেছে ।
-
মোঃইস্রাফিল হোসেন ৩০/১১/২০১৪তুমি কি পাগল করা প্রেমের সাতকাহন?
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১১/২০১৪যা উপমা দিলেন। চরম লাগলো.............
-
দেলোয়ার হোসাইন ৩০/১১/২০১৪অসাধারন সুন্দর একটি কবিতা।