প্রেয়সী
হে রবি তুমি এতো উজ্জল কেন?
তবু কেন পারনা আমার দুঃখ ঘুচতে?
আমার নিলীমা তো অনেক বড়
সে নিলীমা ভেদ করতে পারবে কি সুখ?
সুখ কি?
সে তোমার প্রেয়সীর অমৃত পরশ।
সে এসেছিল আমার জীবনে এক রঙিন মুহুর্তে ভেবেছিলাম আনন্দে ভাসবো সারাক্ষন।
রইল না সে আনন্দ আমার,
আর সুখ তো চিরদিনের নয়।
নির্মম বাস্তবতার কাছে পরাজিত হইলাম,
বাস্তবতা ভালোবাসা চিনে না, শুধুই কি অর্থ?
আর তুমি সেই অর্থকেই আপন করলে।
আমি পারজিত নবাব সিরাজের মত ব্যার্থতার গ্লানি আপন করে নিলাম।
ব্যার্থতার গ্লানি কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে,
গোলময় পৃথীবিতে আবার দেখা হলে
বলে দিও কি কারনে ভালোবাসলে না আমায়?
হে আমার প্রেয়সী জানি তুমি ফিরবে আর,
কখনো পাইবোনা তোমারী স্নিগ্ধতার পরশ,
তবু আমার মস্তিস্কের সকল নিউরন অবিরত চেয় রয় তোমারি পানে।
তুমি তো আমার প্রেয়সী, শুধুই প্রেয়সী।
তবু কেন পারনা আমার দুঃখ ঘুচতে?
আমার নিলীমা তো অনেক বড়
সে নিলীমা ভেদ করতে পারবে কি সুখ?
সুখ কি?
সে তোমার প্রেয়সীর অমৃত পরশ।
সে এসেছিল আমার জীবনে এক রঙিন মুহুর্তে ভেবেছিলাম আনন্দে ভাসবো সারাক্ষন।
রইল না সে আনন্দ আমার,
আর সুখ তো চিরদিনের নয়।
নির্মম বাস্তবতার কাছে পরাজিত হইলাম,
বাস্তবতা ভালোবাসা চিনে না, শুধুই কি অর্থ?
আর তুমি সেই অর্থকেই আপন করলে।
আমি পারজিত নবাব সিরাজের মত ব্যার্থতার গ্লানি আপন করে নিলাম।
ব্যার্থতার গ্লানি কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে,
গোলময় পৃথীবিতে আবার দেখা হলে
বলে দিও কি কারনে ভালোবাসলে না আমায়?
হে আমার প্রেয়সী জানি তুমি ফিরবে আর,
কখনো পাইবোনা তোমারী স্নিগ্ধতার পরশ,
তবু আমার মস্তিস্কের সকল নিউরন অবিরত চেয় রয় তোমারি পানে।
তুমি তো আমার প্রেয়সী, শুধুই প্রেয়সী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১২/০৮/২০১৬ভালো হয়েছে
-
আসাদুজ্জামান নূর ২৯/১১/২০১৪গঠনমুলক মন্তব্য করার জন্য সকলকে জানাই ধন্যবাদ
-
মোহাম্মদ তারেক ২৬/১১/২০১৪কবি, বানানে এত্ত ভুল কেন?
-
কৌশিক আজাদ প্রণয় ২৬/১১/২০১৪প্রেয়সী> প্রেয়শী
শুধু> সুধু
ব্যর্থতা> ব্যার্থতা
স্নিগ্ধতা> স্নগ্ধতা
শত শত অনুযোগ, তবুও প্রেয়সীকেই উপলব্ধি। ভালো লাগলো কবিতাটি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/১১/২০১৪জাহিদ স্যার তো বলেই দিলো। আর এমনিতে সুন্দর। চালিয়ে জান..............
-
অ ২৬/১১/২০১৪ভালো হয়েছে তবে বানানের দিকে নজর দিতে হবে ।
-
শিমুদা ২৬/১১/২০১৪বেশ কবিতা।