www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ন ন্দি নী-১





নন্দিনী কাটাতারের বেড়ায় কি কখনো আঁচড় খেয়েছো;
কখনো কি তোমার অঙ্গুলী রক্তাক্ত হয়েছিলো সেই আঁচড়ে ?
সেই আঁচড়ে কি যন্ত্রণা ফুটেছিল তোমার মুখে;
হয়তো ফুটেছিল কিংবা না;
কিন্তু দেখো; আমি এমনই আঁচড় প্রতিনিয়তই পেয়ে চলেছি দিনরাত্রী।

আমি পাথর হয়েই কাটিয়ে দিতে পারতাম সারাটা কাল
তোমার চোখের ভাষা বুঝতে গিয়েই;
আমার এই আঁচড় কাটা;
আমার এই অশান্ত মনের তুমুল আলোড়ণ।

নন্দিনী তুমি একাকিত্ব বুকে নিয়েছো কখনো ?
হয়তো নাওনি; কিংবা কখনো হয়তো কখনোই নিতে হবেনা তোমায়;
কিন্তু দেখো ,আমি নিয়েছি বুকের এই মধ্য বনভূমিতে;
যেখানে সবুজের সমারোহে জ্বলন্ত দাবানল দিয়েছো তুমি।

নন্দিনী ভালো আছো তো তুমি;
ভালো না থাকলেও;
আজকালের ঘুণেধরা চরাঞ্চলের প্রান্তরে নিঃস্ব মনে যদি হয় নিজেকে;
তবুও ভালো যে থাকতেই হবে তোমাকে।
কেননা তোমার চোখের কোলে বিষণ্নতার ভাঁজ আমি দেখতে চাইনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast