কাউয়া কোকিল বৃত্তান্ত
বীরের রক্তে লেখা পঙক্তি
পড়ে না যে জাতের ছেলে
তাকে
বীরের পুত্র কও কীভাবে,
তার বুকে এই সাহস কোথায়
থাকে।
রাজাকারের পুত্র কন্যা,
তাকেই তুমি করলে ধন্যা
কেন?
তু্মিই আবার মুখে বলছ
‘কাউয়া তাড়াও’, দু’মুখো সাপ
যেন।
তবে কি এই ভেবে নেব
কাউয়াকে নয় যারা কোকিল
হবে
তাদের তুমি চুম্মা খাবে
পরম আদর মাখিয়ে কোলে
নেবে!
কাউয়াকে নয় কেউটে সরাও
কোকিলকে এবং সরাও গুবরে
পোকা।
এখনি নাও সঠিক রাস্তা
সরাও তোমার ছালা-বস্তা
ও-কা।
পরিযায়ী পাখির দলের
উড়াল দেবার সময় দেখছে
লোকে,
তানা হলে সবার আগে
তোমার মাথাই পড়বে ভাগে
কোপে।
এস, এম, আরশাদ ইমাম
ছন্নছাড়া/১০ শ্রাবণ/বৃষ্টি মুখর/ঢাকা।
পড়ে না যে জাতের ছেলে
তাকে
বীরের পুত্র কও কীভাবে,
তার বুকে এই সাহস কোথায়
থাকে।
রাজাকারের পুত্র কন্যা,
তাকেই তুমি করলে ধন্যা
কেন?
তু্মিই আবার মুখে বলছ
‘কাউয়া তাড়াও’, দু’মুখো সাপ
যেন।
তবে কি এই ভেবে নেব
কাউয়াকে নয় যারা কোকিল
হবে
তাদের তুমি চুম্মা খাবে
পরম আদর মাখিয়ে কোলে
নেবে!
কাউয়াকে নয় কেউটে সরাও
কোকিলকে এবং সরাও গুবরে
পোকা।
এখনি নাও সঠিক রাস্তা
সরাও তোমার ছালা-বস্তা
ও-কা।
পরিযায়ী পাখির দলের
উড়াল দেবার সময় দেখছে
লোকে,
তানা হলে সবার আগে
তোমার মাথাই পড়বে ভাগে
কোপে।
এস, এম, আরশাদ ইমাম
ছন্নছাড়া/১০ শ্রাবণ/বৃষ্টি মুখর/ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৭/২০১৭সুন্দর ছন্দ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৭/২০১৭ভালো।
-
নাবিক ২৫/০৭/২০১৭👌👌👌
-
মোনালিসা ২৫/০৭/২০১৭অসাধারন