কানাকানি ২
কানকো নাকি কানই সেরা আই কানও তা জানত না
কারণ ছাড়াই কাটতি বাড়ে কান নিয়ে কানবাহানা।
কান না নিলেও কানের কাছে কিচির মিচির করছে কে
কালকে কোথায় কি ফাটবে গুলশানে না ফার্মগেটে!
কোন গিলোটিন কখন থেকে হচ্ছে চালু কোথায় আবার
করিৎ কর্মা কাজে নেমেই গুলেন নেটের করেন কাবার,
কথায় কথায় করছে কেনো কালবোশেখীর কাল গোণা
কার কোপে কার অনল জ্বলে কার পুড়ে যায় কানসোনা!
কানসাটে কে কান কেটেছে কালকিনিতে কেনে কে তা?
কে কেলালে কানাই মামার কদমবুসিও কইবে কথা
কখন থেকে কার কপালে উঠবে চন্দ্র চাঁদকপালী
কোন ক্রীতদাস করবে হিসেবে কখন হবে কর্মখালি,
হাসপাতালের কর্মচারির কাজ নাকি কাল কর্মসূচি
মিছিল-শ্লোগান-পটকা-বোমা, জীবনে তার খুব অরুচি
ড্রেনের পাশে দ্রোনের মতোন ভূপাতিত হবেও জেনে
কোন কলিং-এর কানটানিটা কান্নাকে নেয় পথে টেনে?
সব প্রশ্নের উত্তর চাই কে দেবে তার জবাব এনে
জবাব আমার পেতেই হবে প্রয়োজনের শেলিং হেনে।
কালবিলাপে কাটবে না ঘোর কর্মপন্থা করো স্থির
কানকো ধরো কানও ধরো বাঙ্গালী হও কর্মবীর।
আরশাদ ইমাম//নিধুঁয়ায় কালক্ষেপন//ঢাকা।
২১ জুলাই ২০১৬//০৬ শ্রাবণ ১৪২৩//বৃহস্পতিবার।
কারণ ছাড়াই কাটতি বাড়ে কান নিয়ে কানবাহানা।
কান না নিলেও কানের কাছে কিচির মিচির করছে কে
কালকে কোথায় কি ফাটবে গুলশানে না ফার্মগেটে!
কোন গিলোটিন কখন থেকে হচ্ছে চালু কোথায় আবার
করিৎ কর্মা কাজে নেমেই গুলেন নেটের করেন কাবার,
কথায় কথায় করছে কেনো কালবোশেখীর কাল গোণা
কার কোপে কার অনল জ্বলে কার পুড়ে যায় কানসোনা!
কানসাটে কে কান কেটেছে কালকিনিতে কেনে কে তা?
কে কেলালে কানাই মামার কদমবুসিও কইবে কথা
কখন থেকে কার কপালে উঠবে চন্দ্র চাঁদকপালী
কোন ক্রীতদাস করবে হিসেবে কখন হবে কর্মখালি,
হাসপাতালের কর্মচারির কাজ নাকি কাল কর্মসূচি
মিছিল-শ্লোগান-পটকা-বোমা, জীবনে তার খুব অরুচি
ড্রেনের পাশে দ্রোনের মতোন ভূপাতিত হবেও জেনে
কোন কলিং-এর কানটানিটা কান্নাকে নেয় পথে টেনে?
সব প্রশ্নের উত্তর চাই কে দেবে তার জবাব এনে
জবাব আমার পেতেই হবে প্রয়োজনের শেলিং হেনে।
কালবিলাপে কাটবে না ঘোর কর্মপন্থা করো স্থির
কানকো ধরো কানও ধরো বাঙ্গালী হও কর্মবীর।
আরশাদ ইমাম//নিধুঁয়ায় কালক্ষেপন//ঢাকা।
২১ জুলাই ২০১৬//০৬ শ্রাবণ ১৪২৩//বৃহস্পতিবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।