কানাকানি
কান ধরা এক স্তব্ধ জাতি, না হয় দেখুক কানা হাতি
তাই বলে কি বৃষ্টি হচ্ছে শুনেই দেবে মাথায় ছাতি
ঝড় হবে যেই শুনলো বগা উঠতি কারো ত্যাঁদোড় মুখে
অমনি খোঁজে বালির ঢিবি মুখ লুকাবে পরম সুখে
কে ধরেছে কানের লতি ধরিয়েছে কোন মতিতে
কার বুদ্ধি চিমটি কাটে, চিমটিতে কার রক্ত ছোটে
এসব কিছু বিবেচনায় রাখে না যে সুবল মতি
কর্ম করে ধর্ম ধরেও পার পাবে না বেইজ্জতি।
কান ধরে কি বদলানো যায় বেলাজ জাতির লাজ
তারচে ভালো দেখতে থাকি কানবাজি ভোজ বাজ।
আরশাদ//বিড়ম্বিত কালক্ষেপন//১৯ মে ২০১৬//০৪ জৈষ্ঠ্য ১৪২৩
তাই বলে কি বৃষ্টি হচ্ছে শুনেই দেবে মাথায় ছাতি
ঝড় হবে যেই শুনলো বগা উঠতি কারো ত্যাঁদোড় মুখে
অমনি খোঁজে বালির ঢিবি মুখ লুকাবে পরম সুখে
কে ধরেছে কানের লতি ধরিয়েছে কোন মতিতে
কার বুদ্ধি চিমটি কাটে, চিমটিতে কার রক্ত ছোটে
এসব কিছু বিবেচনায় রাখে না যে সুবল মতি
কর্ম করে ধর্ম ধরেও পার পাবে না বেইজ্জতি।
কান ধরে কি বদলানো যায় বেলাজ জাতির লাজ
তারচে ভালো দেখতে থাকি কানবাজি ভোজ বাজ।
আরশাদ//বিড়ম্বিত কালক্ষেপন//১৯ মে ২০১৬//০৪ জৈষ্ঠ্য ১৪২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ২৭/০৫/২০১৬বেশ লেখেছেন। ধন্যবাদ
-
আশরাফুল ইসলাম শিমুল ১৯/০৫/২০১৬ভাল ছিল
-
শ্রীরূপা লাহিড়ি ১৯/০৫/২০১৬বেশ ভাল