www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিপরীত বৃষ্টি শেষে

আয় বৃষ্টি ঠেকাই, আয় চলে আয় একাই
এই বৃষ্টি আমাদের নয়, কাদের সেটা দেখাই।
আমার চোখের পানি চোখে শুকিয়ে গিয়েছে
চোখের জলের রূপ বদলে আগুন হয়েছে।
অপেক্ষাতে অশ্রু হারায় ধূসর দৃষ্টি পাত
এত যুগের পরে এল আজ পবিত্র রাত।
দুঃস্বপ্নের পাখি আজকে উড়াল দিয়েছে
সোনার বাংলা শকুন পাখি মুক্ত হয়েছে।

গণহত্যা, ধর্ষণ আর লুটতরাজ যা ঘটে
রিং লীডার এই অপরাধের দায় নিয়েছে বটে,
ঘৃণা কিন্তু এক বিন্দুও কমেনি, তা ভালো
থু থু দিয়ে বাঙ্গালী তাই শেষ ঘৃণা জানালো।
লাশবাহী এক গাড়ী এখন বাংলাদেশের পথে
যুদ্ধ অপরাধী যাচ্ছে শোকের মহারথে।
একদিন এই শোকের সাগর গড়েছিল যে
তার পরিবার সাথীরা সেই সাগর পেরোচ্ছে।

নতুন দিনের বংশধর কি শুদ্ধ শিক্ষা নেবে?
পূর্ব দিনের প্রজন্মের ভুল শুধরে পা বাড়াবে?
অপরাধ সে যা-ই হোক বা যখনই তা হোক
সব অন্যায় বয়ে আনে অমোচনীয় শোক।
এই শিক্ষা তাদের নতুন অনুসারীর মনে
আনুক নতুন বিবেক ও বোধ, আশা শুভ ক্ষণে।

বাংলাদেশের আগামী দিন মুছুক অভিশাপ
নতুন দিনের আগমনে নতুন দিশা পাক।।

************************** আরশাদ ইমাম
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপ্নময় স্বপন ১৬/০৭/২০১৬
    সুন্দর!
  • স্বপ্নময় স্বপন ১৫/০৭/২০১৬
    ভারী সুন্দর!
  • সঞ্চারিণী ১৩/০৭/২০১৬
    " নতুন দিনের আগমনে নতুন দিশা পাক!"- আমাদের ও এই প্রত্যাশা হোক!
  • সভ্যচাষী সপ্তম ১২/০৭/২০১৬
    সুন্দর
  • সজীব ১১/০৭/২০১৬
    অসাধারন
  • মনীষ তালধী ০৫/০৭/২০১৬
    খুব ভালো লাগলো
  • বিশ্বামিত্র ১৮/০৬/২০১৬
    কবিতার দ্বিতীয় অধ্যায় বিশ্বের কাছে খুবই পরিচিত,এক সাগর অতীতে শুকিয়ে গেছে বলে -এখন তার প্রত্তুতরে আর এক সাগর শুকিয়ে যাক এই মানসিকতা থেকে বেড়িয়ে আসে হবে,তবে খুবই কঠিন।আপনার দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎকে পথ দেখাবে সন্দেহ নেই।শুভে্ছা রইল।
    • এ পর্বে একমাত্র আপনিই মন্তব্য দিয়েছেন। বাঁকীরা এক্সপ্রেশান। মানসিকতা থেকে বেরোব কি করে? আপনার প্রস্তাবিত পথ সুকঠিন। বঙ্গবন্ধু দেখেছিলেন। ফল ভোগ করেছেন।
  • বেশ ভালই লাগল।
  • পলাশ ১৭/০৫/২০১৬
    " আয় বৃষ্টি ঝেপে , জীবন দেব মেপে। .."
  • ভাল লাগার মত
  • দ্বীপ সরকার ১৩/০৫/২০১৬
    সুন্দর লেখনী।
  • ''এত যুগের পর এলো আজ পবিত্র রাত''
    বাহ! বাহ‍‍!! -------চমৎকার।
  • একরামুল হক ১১/০৫/২০১৬
    সুন্দর
    • অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
  • পরশ ১১/০৫/২০১৬
    ভাল লেগেছে
  • শাহারিয়ার ইমন ১১/০৫/২০১৬
    সুন্দর
    • অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
 
Quantcast