চৈত্রের মার্চ
কখনো কৃষ্ণচূড়ার রং দেখি, কখনো কালো মেঘ
কখনো বাতাসে ফাগুন দিনের চুপকথা শুনি
কখনো দেখি সোঁদা গন্ধ মাখা হঠাৎ হাওয়ার তেড়ে আসা
উত্তরের বারান্দায় বসে দেখি প্রকৃততির নতুন সাজ।
শুধু মনের ভিতরে টের পাইনা কোন পরিবর্তন
মার্চ এসে চলে যাচ্ছে, স্বাধীনতার মাস,
প্রবল উত্তেজনার একাত্তর কেমন যেন মিইয়ে আছে
রক্তের ভিতরে প্রবল বিস্তার কোলেস্টেরল, সঙ্কুচিত স্রোত।
চৈত্রের স্বাধীনতা, মার্চের ঝরপাতার মতো ঝরে যাবে
কিন্তু নতুন কচি পত্র-পল্লব তো আবার ছেয়ে দেবে
চেতনার ন্যাড়া মাথা, যদি সেখানে খরার টান দেখি?
কোন কোমল আলোর ভোরে সড়কবাতির
ম্রিয়মান আলোর রেখা ভেদ করে ছুটে আসে অচেনা ছুরি
কিভাবে দাঁড়াবে এ দেশ স্বাধীনতার স্বর্ণ শিখরে!!
‘‘আয়রে নতুন প্রাণ ভোমরা এই ফাগুনের কাছে
উড়িয়ে দে সব ব্যর্থ পরাগ আসর ভ’রে আছে
নতুন পরাগ রেণুর ছোঁয়ায় জাগুক নতুন আশা
হোক চেতনার নতুন বিকাশ, বিনাশ সর্বনাশা।।’’
২১ মার্চ ২০১৬; সোমবার; ০৮ চৈত্র ১৪২২//ঢাকা।
কখনো বাতাসে ফাগুন দিনের চুপকথা শুনি
কখনো দেখি সোঁদা গন্ধ মাখা হঠাৎ হাওয়ার তেড়ে আসা
উত্তরের বারান্দায় বসে দেখি প্রকৃততির নতুন সাজ।
শুধু মনের ভিতরে টের পাইনা কোন পরিবর্তন
মার্চ এসে চলে যাচ্ছে, স্বাধীনতার মাস,
প্রবল উত্তেজনার একাত্তর কেমন যেন মিইয়ে আছে
রক্তের ভিতরে প্রবল বিস্তার কোলেস্টেরল, সঙ্কুচিত স্রোত।
চৈত্রের স্বাধীনতা, মার্চের ঝরপাতার মতো ঝরে যাবে
কিন্তু নতুন কচি পত্র-পল্লব তো আবার ছেয়ে দেবে
চেতনার ন্যাড়া মাথা, যদি সেখানে খরার টান দেখি?
কোন কোমল আলোর ভোরে সড়কবাতির
ম্রিয়মান আলোর রেখা ভেদ করে ছুটে আসে অচেনা ছুরি
কিভাবে দাঁড়াবে এ দেশ স্বাধীনতার স্বর্ণ শিখরে!!
‘‘আয়রে নতুন প্রাণ ভোমরা এই ফাগুনের কাছে
উড়িয়ে দে সব ব্যর্থ পরাগ আসর ভ’রে আছে
নতুন পরাগ রেণুর ছোঁয়ায় জাগুক নতুন আশা
হোক চেতনার নতুন বিকাশ, বিনাশ সর্বনাশা।।’’
২১ মার্চ ২০১৬; সোমবার; ০৮ চৈত্র ১৪২২//ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৪/০৬/২০১৬দারুণ
-
মোহাম্মদ আয়নাল হক ২১/০৩/২০১৬খুব সুন্দর পোস্ট