দেরি
অনেক দেরি হয়ে গেল ভুলের মোড়ক উন্মোচনে।
সেই কবে থেকে দেখছি, বৈশাখী বাতাস বইছে দক্ষিণ থেকে
সূর্য পূবে থেকে ওঠেও না পশ্চিমে ডোবেও না
অশ্রুত শব্দমালা কানে বাজে, যে সব কথা এখনো কেউ বলেনি
আর যে সব কথা বলছি, কোনটাই যেন শব্দ হয়ে উঠছে না;
বুঝতে পারিনি-কেমন এক গোলকধাঁধাঁর ভিতরে ছিলাম।
এতটাই দেরি হয়ে গেল যে ইঁদুরের সুড়ঙ্গ ছুঁয়েছে গৃহস্থের গোলা
গৃহস্থ মহুয়ার নেশায় বিভোর, সামনে বৈশাখী পূর্ণিমা
প্রতিবেশি সব দ্যাখে চেয়ে চেয়ে, কিছু বলার থাকে না,
শুধু হঠাৎ যেদিন হাওয়া পাশ বদলায়, পাঁজরে একটু ব্যথা
টের পায়, সেদিন বোঝে মৌসুম বদলেছে, এবার
উনুনে নতুন আগুন জ্বালাবার দিন এসে গেল।
ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ভুলের অবগুণ্ঠন উন্মাচনে।
সেই কবে থেকে দেখছি, বৈশাখী বাতাস বইছে দক্ষিণ থেকে
সূর্য পূবে থেকে ওঠেও না পশ্চিমে ডোবেও না
অশ্রুত শব্দমালা কানে বাজে, যে সব কথা এখনো কেউ বলেনি
আর যে সব কথা বলছি, কোনটাই যেন শব্দ হয়ে উঠছে না;
বুঝতে পারিনি-কেমন এক গোলকধাঁধাঁর ভিতরে ছিলাম।
এতটাই দেরি হয়ে গেল যে ইঁদুরের সুড়ঙ্গ ছুঁয়েছে গৃহস্থের গোলা
গৃহস্থ মহুয়ার নেশায় বিভোর, সামনে বৈশাখী পূর্ণিমা
প্রতিবেশি সব দ্যাখে চেয়ে চেয়ে, কিছু বলার থাকে না,
শুধু হঠাৎ যেদিন হাওয়া পাশ বদলায়, পাঁজরে একটু ব্যথা
টের পায়, সেদিন বোঝে মৌসুম বদলেছে, এবার
উনুনে নতুন আগুন জ্বালাবার দিন এসে গেল।
ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ভুলের অবগুণ্ঠন উন্মাচনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২২/০৫/২০১৬Oh! nice.
-
প্রশান্ত মন্ডল ২০/০৩/২০১৬সুন্দর হয়েছে।
-
মনিরুজ্জামান জীবন ১৯/০৩/২০১৬চমৎকার লেখা।
-
মাহাবুব ১৯/০৩/২০১৬ভালো হয়েছে কবি, কবিতাটা।
-
মলয় ঘটক ১৮/০৩/২০১৬ভালো লাগল কবিতাটি