www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালনাশী মেঘমালা

ভালবাসা যখন অর্থহীন তুচ্ছ অপাংক্তেয়
তখন বুকের ভিতর উথলে ওঠা আবেগ
নিতান্ত আগ্নেয় লাভা ভিন্ন কিছু নয়,
নিজেকে উথাল-পাথাল করে, দহন পোড় শেষে
ভেঙ্গেচুরে, প্রবল কান্ন অথবা আহাজারীর মতো
সবকিছু বিস্ফোরিত করে বেরিয়ে আসবে,
নিজেকে ধ্বংস করে, চারপাশ বিনাশ করে
ভাসিয়ে নেবে পরিপার্শ্ব;
ভালবাসা যতটা সৃজন, ঠিক ততটাই ধ্বংসাত্মক
যদি তা সুপাত্রে পরিপুষ্ট না হয়।

ভালোবাসাহীনতা কখনোই সৃজনশীল নয়, এ
পারে কেবল ক্লেদাক্ত, তিক্ত ফলবীজ উপহার দিতে।
ভালোবাসাহীনতার দীর্ঘ পথপরিক্রমায়
প্রতিটি চরণে উঠে আসে ঘৃণা, বালি, ধুলি আর বিদ্বেষ
অসহযোগিতা আর অমঙ্গল কামনা, অশুচি কামনা
ধীরে ধীরে নীল করে তোলে সবকিছু, অবধারিতভাবে।

একটি দেশ, মা ও মেয়ে, নারী
একই পক্ষপূটে তিনি পল্লব, এক সাথে বাঁধা
তোমার অবহেলায়, অযত্নে, অপরিচর্যায়
ক্রমশঃ বিনাশ হয়ে যেতে পারে, যা ঘটছে আজ বাংলাদেশে,
রাষ্ট্র ও সরকার যন্ত্রের প্রতিটি কলকব্জাতে, রন্ধ্রে-রন্ধ্রে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হরেকৃষ্ণ দে ০১/০৩/২০১৬
    সহমত
    • অনেক শুভেচ্ছা। আমি এই পাতায় সঠিকভাবে আসতে পারছি না। ক্ষমা করবেন। আপনার নিয়মিত আগমন চাই। ভাল থাকবেন।
  • ভাই বানানে এতো ভুলত্রুটি হলে কেমনে হবে, দয়া করে ভুল গুলো সম্পাদনা করুন।
    • প্রিয় জীবন, ক্ষমা করবেন।আমি এই পাতায় নিয়মিত আসতে পারছি না। এজন্য আপনার মন্তব্য পাঠে ও জবাব দানে তথা পোষ্টের ভুলগুলো সংশোধেনে বিলম্ব হয়েছে। ভুলগুলো সম্ভবতঃ সকলি সংশোধন করেছি।
      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
  • গাজী তৌহিদ ২৯/০২/২০১৬
    টাইপে আরো মনোযোগী হওয়া দরকার।
    • সে রাতে ঘুম পাচ্ছিল । এজন্য এই কুকর্মটি সাধিত হয়েছে। আর এই পাতায় অনিয়মিত উপস্থিতির জন্য যথাসময়ে সংশোধন করা সম্ভব হয়নি।
      ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
  • ধ্রুব রাসেল ২৯/০২/২০১৬
    বানানে ভুল ও কিছু টাইপো আছে। পোস্ট করার আগে কয়েকবার পড়ে এডিট করে নিলে ভাল হত।
    • আপনার কথা সঠিক। আসলে সে রাতে খুব ঘুম পাচ্ছিল । এজন্য এই কুকর্মটি সাধিত হয়েছে। আর এই পাতায় অনিয়মিত উপস্থিতির জন্য যথাসময়ে সংশোধন করা সম্ভব হয়নি।
      ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ সব সংশোধন করেছি। আরেকবার ঘুরে যাবে ন কি?
      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
  • কঙ্ক ২৮/০২/২০১৬
    ভালো
  • কতিপয় বানান শুদ্ধ করে নিলে বুঝতে সুবিধা হবে।
    • আপনার কথা সঠিক। আসলে সময়াভাবে এই পাতায় অনিয়মিত উপস্থিতির জন্য যথাসময়ে সংশোধন করা সম্ভব হয়নি।
      ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ সব সংশোধন করেছি। আরেকবার ঘুরে যাবে ন কি?
      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
 
Quantcast