কালনাশী মেঘমালা
ভালবাসা যখন অর্থহীন তুচ্ছ অপাংক্তেয়
তখন বুকের ভিতর উথলে ওঠা আবেগ
নিতান্ত আগ্নেয় লাভা ভিন্ন কিছু নয়,
নিজেকে উথাল-পাথাল করে, দহন পোড় শেষে
ভেঙ্গেচুরে, প্রবল কান্ন অথবা আহাজারীর মতো
সবকিছু বিস্ফোরিত করে বেরিয়ে আসবে,
নিজেকে ধ্বংস করে, চারপাশ বিনাশ করে
ভাসিয়ে নেবে পরিপার্শ্ব;
ভালবাসা যতটা সৃজন, ঠিক ততটাই ধ্বংসাত্মক
যদি তা সুপাত্রে পরিপুষ্ট না হয়।
ভালোবাসাহীনতা কখনোই সৃজনশীল নয়, এ
পারে কেবল ক্লেদাক্ত, তিক্ত ফলবীজ উপহার দিতে।
ভালোবাসাহীনতার দীর্ঘ পথপরিক্রমায়
প্রতিটি চরণে উঠে আসে ঘৃণা, বালি, ধুলি আর বিদ্বেষ
অসহযোগিতা আর অমঙ্গল কামনা, অশুচি কামনা
ধীরে ধীরে নীল করে তোলে সবকিছু, অবধারিতভাবে।
একটি দেশ, মা ও মেয়ে, নারী
একই পক্ষপূটে তিনি পল্লব, এক সাথে বাঁধা
তোমার অবহেলায়, অযত্নে, অপরিচর্যায়
ক্রমশঃ বিনাশ হয়ে যেতে পারে, যা ঘটছে আজ বাংলাদেশে,
রাষ্ট্র ও সরকার যন্ত্রের প্রতিটি কলকব্জাতে, রন্ধ্রে-রন্ধ্রে।
তখন বুকের ভিতর উথলে ওঠা আবেগ
নিতান্ত আগ্নেয় লাভা ভিন্ন কিছু নয়,
নিজেকে উথাল-পাথাল করে, দহন পোড় শেষে
ভেঙ্গেচুরে, প্রবল কান্ন অথবা আহাজারীর মতো
সবকিছু বিস্ফোরিত করে বেরিয়ে আসবে,
নিজেকে ধ্বংস করে, চারপাশ বিনাশ করে
ভাসিয়ে নেবে পরিপার্শ্ব;
ভালবাসা যতটা সৃজন, ঠিক ততটাই ধ্বংসাত্মক
যদি তা সুপাত্রে পরিপুষ্ট না হয়।
ভালোবাসাহীনতা কখনোই সৃজনশীল নয়, এ
পারে কেবল ক্লেদাক্ত, তিক্ত ফলবীজ উপহার দিতে।
ভালোবাসাহীনতার দীর্ঘ পথপরিক্রমায়
প্রতিটি চরণে উঠে আসে ঘৃণা, বালি, ধুলি আর বিদ্বেষ
অসহযোগিতা আর অমঙ্গল কামনা, অশুচি কামনা
ধীরে ধীরে নীল করে তোলে সবকিছু, অবধারিতভাবে।
একটি দেশ, মা ও মেয়ে, নারী
একই পক্ষপূটে তিনি পল্লব, এক সাথে বাঁধা
তোমার অবহেলায়, অযত্নে, অপরিচর্যায়
ক্রমশঃ বিনাশ হয়ে যেতে পারে, যা ঘটছে আজ বাংলাদেশে,
রাষ্ট্র ও সরকার যন্ত্রের প্রতিটি কলকব্জাতে, রন্ধ্রে-রন্ধ্রে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরেকৃষ্ণ দে ০১/০৩/২০১৬সহমত
-
মনিরুজ্জামান জীবন ২৯/০২/২০১৬ভাই বানানে এতো ভুলত্রুটি হলে কেমনে হবে, দয়া করে ভুল গুলো সম্পাদনা করুন।
-
গাজী তৌহিদ ২৯/০২/২০১৬টাইপে আরো মনোযোগী হওয়া দরকার।
-
ধ্রুব রাসেল ২৯/০২/২০১৬বানানে ভুল ও কিছু টাইপো আছে। পোস্ট করার আগে কয়েকবার পড়ে এডিট করে নিলে ভাল হত।
-
কঙ্ক ২৮/০২/২০১৬ভালো
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৮/০২/২০১৬কতিপয় বানান শুদ্ধ করে নিলে বুঝতে সুবিধা হবে।