www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতি বদল

এই তো ক’দিন বাদে শেষ
দরজায় লাগবে কপাট, উনুনে আগুন
সিথানে ঝুলবে আয়েশী আলো
কখনো সবুজ কখনো হালকা নীল
নয়তো গাঢ় কালো অন্ধকার, আর
তার ভিতরে ডুব মেরে থাকবে চরাচর;
আবার ঘর বদল, আবার নতুন অাবাস।

আমের মুকুলের বদলে জানালার ওপাশে
ফুটবে লাল ধুলো আর লাল লাল কৃষ্ণচূড়া,
একটানা ঝিঁঝিঁর ডাকের বদলে শোনা যাবে
শেয়ালের পিলে চমকানো চীৎকার,
মাঠের ঘাসের থেকে কুড়িয়ে আনা শিশির বিন্দু,
অথবা শিউলির কোল থেকে সদ্য ঝরা
সাদা হলদে রঙের ফুলের বিলাস,
হয়তো সে সব চিরতরে হারাবো তখন-
বদলে পাবো শুধু ধবধবে সাদা বারান্দায়
স্টেইনলেস খাঁচার খাঁজে খাঁজে
জমে থাকা বিন্দু বিন্দু রাতের ঘাম।

এতো যে বদল- এ বদল
এর চেয়ে বেশি আর কী দেবে!
রাত জাগা পাখি আমি এর বেশি আর কি পেতে পারি!
তবুও বদল হবে সব
বদলে যাবে চেনা কলরব।
স্মৃতিগুলো বলী দিয়েই খুলতে হবে
নতুন সময়ের এককটা কোরক, পাপড়ি;
মনকে ভেঙ্গেচুরে আবার নতুন করে
সাজাতে হবে নতুন উঠোন, ঘর বা ব্যালকনি।

এক জীবনে আর কত বদল সইতে হবে!
একজীবনে আর কত স্মৃতির সমাধী
সাজাতে হবে নিজের হাতে!!

২২ ফেব্রুয়ারি ২০১৬; সোমবার; ১০ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন লেখেন আপনি কবি অামার খুব ভাল লেগেছে কবিতাখানা
  • মাহাবুব ২৩/০২/২০১৬
    বেশ সুন্দর চালিয়ে জান,শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন।
  • ভালো লাগল আরশাদ দা। খুব ভালো ।
  • গাজী তৌহিদ ২৩/০২/২০১৬
    অনেক সুন্দর
  • পরশ ২৩/০২/২০১৬
    verry good
 
Quantcast