তখন
তখনও বুঝিনি জীবন কী জিনিস, বাস্তবতার মানে
ফুল পাখি নদী প্রজাপতি ঘাস হৃদয় মনকে টানে
ইশকুলে যাই, লেখাপড়া করি, বিকেলে খেলার মাঠে
বন্ধুরা এসে অপেক্ষা করে ব্যাডমিন্টন হাতে।
খেলাধুলা ফেলে কোনদিন ছুটি রেল সড়কের দিকে
যেখানে তখন দিনের সূর্য্ আলো হয়ে আসে ফিকে
দিন চলে যায় শেষ ট্রেনটা ঝিক ঝিক করে আসে
এসে চলে যায় দেহাতী গাঁয়ের ধার পাশটাকে ঘেঁসে।
সময় তখন তবু কোন যেন চমকে থমকে দাঁড়ায়
আজোতো বুঝিনা কি ছিল ছন্দ মুখর সে শব্দ-মালায়!
ফুল পাখি নদী প্রজাপতি ঘাস হৃদয় মনকে টানে
ইশকুলে যাই, লেখাপড়া করি, বিকেলে খেলার মাঠে
বন্ধুরা এসে অপেক্ষা করে ব্যাডমিন্টন হাতে।
খেলাধুলা ফেলে কোনদিন ছুটি রেল সড়কের দিকে
যেখানে তখন দিনের সূর্য্ আলো হয়ে আসে ফিকে
দিন চলে যায় শেষ ট্রেনটা ঝিক ঝিক করে আসে
এসে চলে যায় দেহাতী গাঁয়ের ধার পাশটাকে ঘেঁসে।
সময় তখন তবু কোন যেন চমকে থমকে দাঁড়ায়
আজোতো বুঝিনা কি ছিল ছন্দ মুখর সে শব্দ-মালায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬মুগ্ধ হলাম অসাধারণ!
-
ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬ভাল লাগলো কবিতাটি। তবে হৃদয় মনকে টানে। এখানে হৃদয় আর মনের মধ্যে তফাৎ কোথায়..?
-
মোঃ নাজমুল হাসান ২৫/০১/২০১৬চমৎকার। শুভেচ্ছা রইলো কবি।
-
হরেকৃষ্ণ দে ২৪/০১/২০১৬ফুল পখি প্রজপতি মন টানার শব্দ মালা অবুঝ বুকে
জেগে থাকুক।নাইবা বুঝলাম।খুব সুন্দর।শুভেচ্ছা রইলো। -
বিদ্রোহী ফাহিম খান ২৪/০১/২০১৬খুব সুন্দর॥ শুভেচ্ছা॥
-
নির্ঝর ২৪/০১/২০১৬সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ২৩/০১/২০১৬অনেক ভাল লাগলো । শুভেচ্ছা রইলো।
-
বিদ্রোহী ফাহিম খান ২৩/০১/২০১৬অনেক সুন্দর লিখেছেন॥ শুভেচ্ছা॥
-
মাহাবুব ২৩/০১/২০১৬তখনও বুঝিনি জীবন কী জিনিস, বাস্তবতার মানে
ফুল পাখি নদী প্রজাপতি ঘাস হৃদয় মনকে টানে
ইশকুলে যাই, লেখাপড়া করি, বিকেলে খেলার মাঠে
বন্ধুরা এসে অপেক্ষা করে ব্যাডমিন্টন হাতে।
... বেশ ভালো লাগলো, কবিতাটা।