উপলব্ধি
অনেক আগের কথা.....
২
সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝামাঝি সময়টাতে
কোন আলো থাকে না, সেই সময়ের গল্প এটা
তার আগেরও না পরেরও না।
৩
বৃষ্টিহীনতা ও অতিবৃষ্টির মাঝামাঝি সময়ে
যখন মাটির বুক চিরে ফলে অজস্র ফুল ও ফসল
এটা সেই সময়ের কথা।
৪.
যখন ষোলও না আবার ষাটও না
শিশুও না আবার বৃদ্ধও না, বৃষ্টি ঝরে কি ঝরে না
এমন স্থবির, সময়ের কল্প কথা এটি।
৫.
চারিদিকে পোড়া মাঠ-ঘর-বসতি, আবার প্রবল বর্ষায়
ভিজে ডুবে শ্যাওলা-জমা দেয়ালের গল্প এটি
নেভানো আগুনে পোড়া দিনের অশ্রুসিক্ত ইতিহাস।
৬.
আমি ভালবাসি সেই সব বুকের গভীর থেকে
এটা সেই সময়ের কথকতা।
আরশাদ:alien: ১৮ ডিসেম্বর ২০১৫; শুক্রবার; ৪ পৌষ ১৪২২//ঢাকা।
২
সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝামাঝি সময়টাতে
কোন আলো থাকে না, সেই সময়ের গল্প এটা
তার আগেরও না পরেরও না।
৩
বৃষ্টিহীনতা ও অতিবৃষ্টির মাঝামাঝি সময়ে
যখন মাটির বুক চিরে ফলে অজস্র ফুল ও ফসল
এটা সেই সময়ের কথা।
৪.
যখন ষোলও না আবার ষাটও না
শিশুও না আবার বৃদ্ধও না, বৃষ্টি ঝরে কি ঝরে না
এমন স্থবির, সময়ের কল্প কথা এটি।
৫.
চারিদিকে পোড়া মাঠ-ঘর-বসতি, আবার প্রবল বর্ষায়
ভিজে ডুবে শ্যাওলা-জমা দেয়ালের গল্প এটি
নেভানো আগুনে পোড়া দিনের অশ্রুসিক্ত ইতিহাস।
৬.
আমি ভালবাসি সেই সব বুকের গভীর থেকে
এটা সেই সময়ের কথকতা।
আরশাদ:alien: ১৮ ডিসেম্বর ২০১৫; শুক্রবার; ৪ পৌষ ১৪২২//ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুলুক আহমেদ ২০/১২/২০১৫সুন্দর
-
জে এস সাব্বির ২০/১২/২০১৫এটা সেই সময়ের মন্তব্য
যখন পাঠক ,কবির মনের ভাব তো দূরে--
কবিতার একটা পঙকির অর্থও বুঝতে পারে না ।
সেটা ভাল লাগা ।