www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরুর গোলাপ

মরুভূমিতে আজ ফুটছে গোলাপ কাঁটার ব্যুহ ফুঁড়ে
কালো নেকাবের সময় ফুরালো সফেদ পায়রা ওড়ে।
কত জনমের বন্ধনে ঘেরা বালুর গভীরে ঢাকা
গোলাপ কুঁড়ির উত্থান পথে ধুলি মাখা পদরেখা।
মাটির গভীরে সুড়ঙ্গ পথে লুকানো সে অধিকার
ভূতলে উঠে সে সৌরভ দিয়ে মুছেছো অন্ধকার।
মানুষের মত মানুষ করবে প্রকাশ আগামী দিনে
গণমত হবে প্রতিফলিত নেবে নতুন দিগন্ত চিনে।

অারবের বুকে যে নারী আজকে আলোতে বেরিয়ে এসে
নতুন আলো ছড়িয়ে দিচ্ছ মুক্তির দিকে দিকে
তোমাদের এই জাগরণ আজ সময়ের খুব দাবী
যখন সমাজে কূপমন্ডুকদের আঁধারের কারসাজি,
তোমরাই পারো এই শতকের হতে নয়া কান্ডারী
তোমাদেরই হাতে সভ্যতা ছোঁবে আরেক শতক-নাড়ী।
অভিনন্দন তাই তোমাকে রমণী, আজকে হয়েছ নারী
তোমার এ নতুন যাত্রা পথ হোক সুদূর সম্প্রসারী।

আরশাদ:alien: প্রমোদ কক্ষ
১২ ডিসেম্বর ২০১৫, শনিবার, ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুগ্ধমণ্ত্র লেখা।
  • অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আজ সৌদি আরবে এক নারী প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৬৫-২০১৫ এই চরি।রশ বছর সেখানে কোন নির্বাচন হয়নি। সে যবনিকার পতন শুরু হলো আজ। ভালো থাকুন।
  • মাহাবুব ১৩/১২/২০১৫
    সুন্দর ভাল লাগলো।
    • অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভাল থাকবেন। সব সময়।
  • কষ্টের ফেরিওলা ১৩/১২/২০১৫
    সুন্দর
  • ভাল লাগলো
  • আলী একান্ত ১২/১২/২০১৫
    ভাল লিখেছেন তো !
  • ভাল লিখেছেন।
  • ১২/১২/২০১৫
    বেশ ভালো লিখেছেন ।
    জাগরণ ঘটুক নারীসমাজের ।
    • আজ আরবে নারীরা ভোটাধিকার প্রয়োগ করছে। এ উপলক্ষ্যে কিছু কথা এই কবিতা।
      আপনাকে ধন্যবাদ। পাঠের জন্য।
 
Quantcast