www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অদৃশ্য পুনরাগমন

সময়টা তখন অনুকূলে ছিল, তুমি ছিলে না।
ধনুকের ছিলা টান টান করে করে তীর ছুঁড়েছি, শূন্যে
কত শব্দ শেল ছুঁড়েছি অপ্রত্যাশিতের মতো প্রত্যাশিত কানে।
কত আয়েশী রাত বয়েসী করে তুলেছি প্রতীক্ষায়, আকাঙ্খায়, ধ্যানে।
কোন গৃহমন্দিরের পাতাবাহরের রং-এ সাজিয়েছি  
কোন দেবীর পাদমূল-অবেগের অর্ঘ্য, বানের পানির মতো কেবলই
গড়িয়ে গেছে, সময়ের সাগরে, প্রার্থনায় দেবীর কৃপা হয়নি।

তারপর পেরিয়ে এলাম এক লক্ষ গোলাপ ও রজনীগন্ধা
তারপর ডিঙ্গিয়ে এলাম সহস্র র‌্যাটল স্নেকের ঝুনঝুনি
রক্তাক্ত করলাম কত বুনো লতার কচি কোমল ডগা
পুড়িয়ে দিলাম কত সময়ের কথকতা, কথামালা, একাকী।

আজ অবলোয় হঠাৎ বন্ধ দরজায় কোমল হাতের মৃদু আঘাত
আঙ্গুলের বিলি কাটার শব্দ মসৃণ পাটাতনে, আলতো করে
হঠাৎ শীতের শিশির গন্ধমাখা বাতাসে দহনের গন্ধ ভাসে,
বুক ভরে শ্বাস নিতে যাই, ফিরে আসে শূন্য হাঁপর, অক্সিজেনের
নিদারুণ কষ্টে রক্তাভ ঠোঁট-জিহ্বা; অথচ এসময়ই
পিপাসার্ত হয়ে ওঠে ঠোঁট, শুকিয়ে আসে প্রাণ, কিসের কারণে!!

আমার ভালবাসার কোন ক্যানভাস নেই, তাই ছবি হয়নি কোন
আজ অদেখা অাঙ্গুল, অজানা নিঃশ্বাসের শব্দ তাই রাত্রি হনন করে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইসরাত রিতুল ০৯/১২/২০১৫
    চমৎকার
  • মোঃ মুলুক আহমেদ ০৭/১২/২০১৫
    অসাধারণ!
  • বন্ধ>বন্দ
    আজ অবেলায় হঠাৎ বন্দ দরজায় কোমল হাতের মৃদু আঘাত...............চমৎকার
    • বন্ধ দরজা কথাটা কি ভুল? বন্দ মানে কি?
      অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। শুভ কামনা।
      • বন্দ মানে গৃহ দ্বার মনের দ্বার । যেমন পশ্চিমের ঘর বন্দ।তোমার জন্য আমার মনের দরজা বন্দ।
        আর বন্ধ মানে বাঁধন আবেষ্টন অবরোধ ইত্যাদি
  • সুন্দর লেখনী। ভালো লাগলো।
 
Quantcast