নক্ষত্র কথন
পথভুলে এসে পড়ি নক্ষত্রের মেলায়
কত যে আলোর পসরা
কত যে রূপের মহড়া
এ মেলার পরতে পরতে সাজানো।
আলো ঝরে পড়ে চুলের উপরে,
গুড়ো গুড়ো আলোর কুচি, ঝুলতে থাকে
নতুন রঙে চুলের অরণ্যে
বিমুগ্ধতায় ডুব দিয়ে দেখি অপরূপ বিস্ময়কে।
নক্ষত্রের আলোকচ্ছটাকে পরাস্থ করে
নক্ষত্রের পাশ দিয়ে অক্লেশে হেঁটে এসে
আয়েশ করে বসি পৃথিবীর কোন পার্কের বেঞ্চে,
ছড়াই সময়ের আস্তিন;কত ফেরীওয়ালা-
বাদাম ওয়ালা-সিগারেটওয়ালা
এসে হাঁক দিয়ে যায়-আসে চা বা কফি
আর হালে পানিওয়ালা-
এই.........পানি.......পানি........
আমি নুব্জ্য হয়ে বসে ভাবি
এভাবেই কি টানতে হবে আনন্দহীন
সংসারের পুরস্কারহীন ঘানি!
নক্ষত্রের আলোর ছটা ফিরে আসে ভিতরবাড়ী
নিমেষেই করে দেয় চুরমার;
বিষন্নতায় ডুবে যাই অজান্তে
ফিরে যাই অনন্ত নক্ষত্রমালায়।
পৃথিবী থেকে দূরে, কোলাহলহীন
অপ্রত্যাবর্তনীয় দুরত্ত্বে
নৈঃশব্দে ভরা কথকতায়, মেতে উঠি
নক্ষত্রের সাথে-নক্ষত্র কথন।
[মূল লেখাঃ ০২-০৫-২০০৮, শুক্রবার, ১ম প্রহর, ঢাকা]
কত যে আলোর পসরা
কত যে রূপের মহড়া
এ মেলার পরতে পরতে সাজানো।
আলো ঝরে পড়ে চুলের উপরে,
গুড়ো গুড়ো আলোর কুচি, ঝুলতে থাকে
নতুন রঙে চুলের অরণ্যে
বিমুগ্ধতায় ডুব দিয়ে দেখি অপরূপ বিস্ময়কে।
নক্ষত্রের আলোকচ্ছটাকে পরাস্থ করে
নক্ষত্রের পাশ দিয়ে অক্লেশে হেঁটে এসে
আয়েশ করে বসি পৃথিবীর কোন পার্কের বেঞ্চে,
ছড়াই সময়ের আস্তিন;কত ফেরীওয়ালা-
বাদাম ওয়ালা-সিগারেটওয়ালা
এসে হাঁক দিয়ে যায়-আসে চা বা কফি
আর হালে পানিওয়ালা-
এই.........পানি.......পানি........
আমি নুব্জ্য হয়ে বসে ভাবি
এভাবেই কি টানতে হবে আনন্দহীন
সংসারের পুরস্কারহীন ঘানি!
নক্ষত্রের আলোর ছটা ফিরে আসে ভিতরবাড়ী
নিমেষেই করে দেয় চুরমার;
বিষন্নতায় ডুবে যাই অজান্তে
ফিরে যাই অনন্ত নক্ষত্রমালায়।
পৃথিবী থেকে দূরে, কোলাহলহীন
অপ্রত্যাবর্তনীয় দুরত্ত্বে
নৈঃশব্দে ভরা কথকতায়, মেতে উঠি
নক্ষত্রের সাথে-নক্ষত্র কথন।
[মূল লেখাঃ ০২-০৫-২০০৮, শুক্রবার, ১ম প্রহর, ঢাকা]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কিশোর কারুণিক ০১/১২/২০১৫ভাল
-
সি.এম.সালাহ উদ্দিন ০১/১২/২০১৫খুব ভালো।
-
অভিষেক মিত্র ০১/১২/২০১৫দারুণ!
-
হাসান কাবীর ০১/১২/২০১৫চমৎকার হয়েছে,লিখে যান।
-
মোহাম্মদ আয়নাল হক ০১/১২/২০১৫অনেক ভালো লাগলো ভাই
-
জুনায়েদ বি রাহমান ৩০/১১/২০১৫ভালো লাগলো দাদা।