ফাঁসী হচ্ছে
জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে কোথায় পানির খাল
ঢালনা আমার মাথার উপর, বেশি করে ঢাল।
জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে, কইলজা পুড়ে শ্যাষ
আছিস কে কে আয়না কাছে, পরখ কইরা দ্যাখ।
মরে গেলাম মনে প্রাণে, কানে যায়না কথা?
এ্যাত্ত ব্যথা বুকের ভিতর, কী করছিস? মাথা!
দেখতে দেখতে গোয়াল খালি, বকতে বন্ধ বুলি
গুলি করে, কোপ বসিয়ে ফেল না ক’টা খুলি।
তাতেও যদি কাজ না করে ডোজের মাত্রা বাড়া
বোমা-টোমা ঠেসে পুরে ভীড়ের ভিত্রে ছোঁড়া।
আর না হলে গাড়ী বোমা, গুঁড়িয়ে দে সব বাঁধ
উড়িয়ে দে না হোটেল মোটেল আফিস কোর্টের ছাদ।
সবার শেষে বোমার জ্যাকেট গায়ের সঙ্গে বাঁধ
সুইসাইডাল স্কোয়াড নিয়ে দেশটা বানা ফাঁদ।।
আরশাদ:alien: আপনালয়: প্রমোদ কক্ষ
১৮ নভেম্বর ২০১৫: বুধবার: এখন ঢাকায়।
ঢালনা আমার মাথার উপর, বেশি করে ঢাল।
জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে, কইলজা পুড়ে শ্যাষ
আছিস কে কে আয়না কাছে, পরখ কইরা দ্যাখ।
মরে গেলাম মনে প্রাণে, কানে যায়না কথা?
এ্যাত্ত ব্যথা বুকের ভিতর, কী করছিস? মাথা!
দেখতে দেখতে গোয়াল খালি, বকতে বন্ধ বুলি
গুলি করে, কোপ বসিয়ে ফেল না ক’টা খুলি।
তাতেও যদি কাজ না করে ডোজের মাত্রা বাড়া
বোমা-টোমা ঠেসে পুরে ভীড়ের ভিত্রে ছোঁড়া।
আর না হলে গাড়ী বোমা, গুঁড়িয়ে দে সব বাঁধ
উড়িয়ে দে না হোটেল মোটেল আফিস কোর্টের ছাদ।
সবার শেষে বোমার জ্যাকেট গায়ের সঙ্গে বাঁধ
সুইসাইডাল স্কোয়াড নিয়ে দেশটা বানা ফাঁদ।।
আরশাদ:alien: আপনালয়: প্রমোদ কক্ষ
১৮ নভেম্বর ২০১৫: বুধবার: এখন ঢাকায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ১৯/১১/২০১৫
-
রাশেদ খাঁন ১৯/১১/২০১৫খারাপ না , ভালোই
আছে ভাল পরিমান।
শুভেচ্ছা রইল অনেক।