ব্লু-মুন
চাঁদ এসেছে আলো হাতে
স্নিগ্ধ আলোর মালা,
প্রেমিক হলে জড়িয়ে নিতাম
বাড়িয়ে দিতাম গলা।
কিন্তু আমি বুড়ো হাবড়া
প্রেমের পদ্যে নেই,
জীবন গদ্যে বাস করছি
হারিয়ে ফেলছি খেই।
সূর্য আমার প্রাণের দাবী
মাঠের কিষাণ দীন,
জোছনা কাব্যে আমার কী লাভ
ব্লু মুন অর্থহীন।।
আরশাদ:alien: প্রমোদ কক্ষ: আপনালয়
১৫ নভেম্বর ২০১৫; রবিবার//ঢাকা।
স্নিগ্ধ আলোর মালা,
প্রেমিক হলে জড়িয়ে নিতাম
বাড়িয়ে দিতাম গলা।
কিন্তু আমি বুড়ো হাবড়া
প্রেমের পদ্যে নেই,
জীবন গদ্যে বাস করছি
হারিয়ে ফেলছি খেই।
সূর্য আমার প্রাণের দাবী
মাঠের কিষাণ দীন,
জোছনা কাব্যে আমার কী লাভ
ব্লু মুন অর্থহীন।।
আরশাদ:alien: প্রমোদ কক্ষ: আপনালয়
১৫ নভেম্বর ২০১৫; রবিবার//ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৩/১১/২০১৫সুন্দর।
-
রইস উদ্দিন খান আকাশ ২০/১১/২০১৫অপরূপ
-
মোঃ মুলুক আহমেদ ১৭/১১/২০১৫সত্যিই অসাধারণ|
-
নির্ঝর ১৬/১১/২০১৫সুন্দর কবিতা
-
কায়সার মোহাম্মদ ইসলাম ১৬/১১/২০১৫অল্পকথায় সুন্দর উপস্থাপন