www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিল্লী

লাল লাল বাস, প্রশস্ত, অথবা কোনটি সবুজ
সড়ক জুড়ে ছুটে চলে দিল্লী ট্রান্সপোর্ট কর্পোরেশনের
সৈন্য সামন্তের মতো, নয়ডা টু রাজীব চক।
তোমাকে তার মাঝেই দেখে ফেলল আমার দুই
অবাধ্য চোখ।
বাস থেকে নামলে, তারপর হেঁটে হেঁটে পেরিয়ে গেলে
ট্রাফিক সিগন্যাল, ধীর পায়ে, কানে গোঁজা
এ্যান্ড্রয়েড যুগের মোবাইল মিউজিক স্টেশনের এয়ার ফোন
পৃথিবীর তাবৎ শব্দময়তা থেকে দূরে, নির্জন জনারণ্যে।
কিন্তু ফিরে যাচ্ছ তুমি মেট্রো রেলে।
এখনো ঠিক আগের মতোই নৈঃশব্দ ঝুলে আছে কানে।
যে ছেলেটি তোমার পাশ ঘেঁসে দাঁড়ালো, কখনো
আলতো স্পর্শ তোমার.....চড়াই উৎরাই
মেট্রোর উত্থান পতন-পাতাল থেকে উর্ধে সরণ
কোন কিছুই ছুঁ’লো না তোমার অবাক যাত্রাকে।
তারপর ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে কেবিন, তুমি
স্থান খুঁজে পাও আসনে।
তখন তোমার বাম বুকের উপরে আমার দৃষ্টি, মাহজাবিন।
দিল্লীতে সঙ্গীতে তোমার পাঠ এখনো চলছে
জীবনকে ভাসিয়ে দেবে সুরে,
তোমার জীবনে আসবে এমন সুদিন।
সকালে তাই ডিটিসি আর বিকেলে দিল্লী মেট্রো প্রতিদিন।

অরশাদ:alien: আপনালয়:বিনোদ কক্ষ
১২ নভেম্বর ২০১৫:বৃহস্পতিবার:ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast