ইতস্তত পংক্তিমালা
১
সবুজ পাতায় সাজানো গাছের
মুকুটের রং বদলালো, চোখের সামনে
অথচ আমাদের মনের বদল হলো না
পড়ে আছি নোনা ধরা সময়ের চার দেয়ালে বন্দী।
২
ভোর হয়ে আসে, চোখের আলো নিভু নিভু
বুকের ভিতরে হৃদপিন্ডের কষ্টাতুর দাপাদাপি
তবু প্রত্যাশার প্রদীপ জ্বলতে থাকে
মানুষ যখন তখন ভাবতে পারে অনেক কিছু
আমি সময়ের কাছে সঁপেছি নিজের প্রাণ ঝাঁপি।
আরশাদ:alien: ০৬ নভেম্বর ২০১৫: আপনালয়
সবুজ পাতায় সাজানো গাছের
মুকুটের রং বদলালো, চোখের সামনে
অথচ আমাদের মনের বদল হলো না
পড়ে আছি নোনা ধরা সময়ের চার দেয়ালে বন্দী।
২
ভোর হয়ে আসে, চোখের আলো নিভু নিভু
বুকের ভিতরে হৃদপিন্ডের কষ্টাতুর দাপাদাপি
তবু প্রত্যাশার প্রদীপ জ্বলতে থাকে
মানুষ যখন তখন ভাবতে পারে অনেক কিছু
আমি সময়ের কাছে সঁপেছি নিজের প্রাণ ঝাঁপি।
আরশাদ:alien: ০৬ নভেম্বর ২০১৫: আপনালয়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ১৩/১১/২০১৫কিন্তু মনকেও আরও সুউচ্চে উঠানো যায়...। এটাও একটা বড় চ্যালেঞ্জ। ভাল লাগলো ...
-
মোহাম্মদ এনামুল হক ০৮/১১/২০১৫সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ০৭/১১/২০১৫অনেক ভাল লাগলো।
-
শমসের শেখ ০৭/১১/২০১৫ভাবনা সৃষ্টি করার মত কিছু লেখা
-
নির্ঝর ০৭/১১/২০১৫ভাল। আগে নিজেকে বদলান দরকার।
-
অভিষেক মিত্র ০৭/১১/২০১৫দারুন লাগল ইমাম দা।
-
সৈয়দ মহবুব-উল-আলম ০৭/১১/২০১৫আশা করি বদলাবে মানুষ সাথে মানসিকতাও....স্বচ্ছ চিন্তাধারার প্রকাশ । ভাল লিখা শুভকামনা রইল।
-
ঋজু কবি ০৬/১১/২০১৫খুব সুন্দর কবিতা । তারুণ্যে স্বাগত জানাই কবিবন্ধু ।
-
দেবব্রত সান্যাল ০৬/১১/২০১৫তারুণ্যে স্বাগত।