এস, এম, আরশাদ ইমাম
এস, এম, আরশাদ ইমাম-এর ব্লগ
-
বীরের রক্তে লেখা পঙক্তি
পড়ে না যে জাতের ছেলে
তাকে
বীরের পুত্র কও কীভাবে, [বিস্তারিত] -
এবার শ্রাবণে মন ভরে আছে কাঙ্খিত বৃষ্টি
আকাশে কালো মঘের ঘনঘটা দেখে নিরাপদ ছাতার নিচে
বিলাসী আশ্রয়, যদি বৃষ্টি আসে, যদি ভিজে যাই-ভয়!
ভয় আমাকে ছোঁয় না, তবুও তাকেই পেতে ইচ্ছে করে। [বিস্তারিত] -
কানকো নাকি কানই সেরা আই কানও তা জানত না
কারণ ছাড়াই কাটতি বাড়ে কান নিয়ে কানবাহানা।
কান না নিলেও কানের কাছে কিচির মিচির করছে কে
কালকে কোথায় কি ফাটবে গুলশানে না ফার্মগেটে! [বিস্তারিত] -
কান ধরা এক স্তব্ধ জাতি, না হয় দেখুক কানা হাতি
তাই বলে কি বৃষ্টি হচ্ছে শুনেই দেবে মাথায় ছাতি
ঝড় হবে যেই শুনলো বগা উঠতি কারো ত্যাঁদোড় মুখে
অমনি খোঁজে বালির ঢিবি মুখ লুকাবে পরম সুখে [বিস্তারিত] -
কেউ বসে থাকে না, পাতা জন্মে পাতা ঝরে যায়
উড়ে চলে আনমনা হাওয়ায়, পরে থাকে ধুসরিত পথে
ফুল ফোটে রং বদলায়, ফলে ফসলে ভরে ওঠে কোল
কেউ থেমে থাকে না, গড়িয়ে চলে অবিরল। [বিস্তারিত] -
আয় বৃষ্টি ঠেকাই, আয় চলে আয় একাই
এই বৃষ্টি আমাদের নয়, কাদের সেটা দেখাই।
আমার চোখের পানি চোখে শুকিয়ে গিয়েছে
চোখের জলের রূপ বদলে আগুন হয়েছে। [বিস্তারিত] -
- আরশাদ ইমাম
আজ কোন কথা নয়, নীরবতা
আজ কোন লেখা নয়, শাদা পাতা
পড়ে আছে ঝোলাব্যাগ, ফুটপাতে [বিস্তারিত] -
কখনো কৃষ্ণচূড়ার রং দেখি, কখনো কালো মেঘ
কখনো বাতাসে ফাগুন দিনের চুপকথা শুনি
কখনো দেখি সোঁদা গন্ধ মাখা হঠাৎ হাওয়ার তেড়ে আসা
উত্তরের বারান্দায় বসে দেখি প্রকৃততির নতুন সাজ। [বিস্তারিত] -
অনেক দেরি হয়ে গেল ভুলের মোড়ক উন্মোচনে।
সেই কবে থেকে দেখছি, বৈশাখী বাতাস বইছে দক্ষিণ থেকে
সূর্য পূবে থেকে ওঠেও না পশ্চিমে ডোবেও না
অশ্রুত শব্দমালা কানে বাজে, যে সব কথা এখনো কেউ বলেনি [বিস্তারিত] -
ভালবাসা যখন অর্থহীন তুচ্ছ অপাংক্তেয়
তখন বুকের ভিতর উথলে ওঠা আবেগ
নিতান্ত আগ্নেয় লাভা ভিন্ন কিছু নয়,
নিজেকে উথাল-পাথাল করে, দহন পোড় শেষে [বিস্তারিত] -
- আরশাদ ইমাম
তখনও ফোটেনি রৌদ্র আতপ, যানজট-ব্যস্ততা
যদিও অফিস পুরোদস্তুর খুলেছে কাজের খাতা
বাতাসে দেখেছি ফাগুন মাখা ফুলের আদর ছোঁয়া [বিস্তারিত] -
এই তো ক’দিন বাদে শেষ
দরজায় লাগবে কপাট, উনুনে আগুন
সিথানে ঝুলবে আয়েশী আলো
কখনো সবুজ কখনো হালকা নীল [বিস্তারিত] -
নৈঃশব্দেরও একটা অর্থ থাকে
প্রকৃতিরও থাকে একটা নিজস্ব ভাষা
ভালবাসার ভিতরেও থাকে নৈঃশব্দ
নৈঃশব্দের ভিতরেও থাকে [বিস্তারিত] -
তখনও বুঝিনি জীবন কী জিনিস, বাস্তবতার মানে
ফুল পাখি নদী প্রজাপতি ঘাস হৃদয় মনকে টানে
ইশকুলে যাই, লেখাপড়া করি, বিকেলে খেলার মাঠে
বন্ধুরা এসে অপেক্ষা করে ব্যাডমিন্টন হাতে। [বিস্তারিত] -
ধীরে ধীরে বড় হচ্ছি, বেড়ে উঠছি বুবু
ভ্রুণ থেকে মাথা-হাত-পা গজিয়েছে অনেক আগে
বেড়ে উঠতে পারছিলাম না, ভ্রুণ-ঘাতক কতবার যে
হত্যা করতে চেয়েছে! তবুও জন্ম আমার হয়েছে [বিস্তারিত]