কলিযুগের কপালিনী
মেঘ করিল আধারঁ ওগো
মোর লাগি যে সোপান পা'ও
প্রেম করিবার ইচ্ছে জাগিলেও
নীল রঙ'টা তো আজিকে আর নাই।
চাহিতেছে মোর হৃদয়খানা
দেখি তাহারে আবার।
কলিযুগের কপালিনী
কৃষ্ণ-কালো ছায়া
হৃদয় খানা তার'ই যেন
হাজারো গোলাপে কেনা।
পাড়ি জমিতেছে হাজারো দিবস
হাজারো দিবস-কাল
দেখা নাহি তাহার আর
এই ভুবনের ছায়ায়।
তার'ই নাম
করি করি জীবন যে মোর ত্যানা
হইয়াছিনু আজি'কে সুফিয়ানা।
জীবন তরী ভাসিল একদা গঙ্গায়
মোর সোপানে তিনি'ই যে আজিকে নাই।
দেখিবার ইচ্ছে হয়
ইচ্ছে হয় তাহার কৃষ্ণ-কালো কেশঁ।
দুপুর বেলার অন্ধকারময়
ছায়ার মত অচেনার এক বেশ।
কালো-কালো
কালো বলি নহে তাহার মন
ইচ্ছে হলেই দিতাম পাড়ি
তাহার উজান গেট।
ধুসর ধু-ধূ মেঘ করিয়াছে তাহার নয়ন'পানে
মলিন প্রেমের অন্ধকারময় ছায়া
যেন নতুন আলোর সন্ধান ডেকে আনে।
মনে করি তাহার প্যাঁচাল
করি ফিসফিস
তাহার হৃদয়ে নয়তো আমি
হয়তো এক'রাশ বিষ।
মোর লাগি যে সোপান পা'ও
প্রেম করিবার ইচ্ছে জাগিলেও
নীল রঙ'টা তো আজিকে আর নাই।
চাহিতেছে মোর হৃদয়খানা
দেখি তাহারে আবার।
কলিযুগের কপালিনী
কৃষ্ণ-কালো ছায়া
হৃদয় খানা তার'ই যেন
হাজারো গোলাপে কেনা।
পাড়ি জমিতেছে হাজারো দিবস
হাজারো দিবস-কাল
দেখা নাহি তাহার আর
এই ভুবনের ছায়ায়।
তার'ই নাম
করি করি জীবন যে মোর ত্যানা
হইয়াছিনু আজি'কে সুফিয়ানা।
জীবন তরী ভাসিল একদা গঙ্গায়
মোর সোপানে তিনি'ই যে আজিকে নাই।
দেখিবার ইচ্ছে হয়
ইচ্ছে হয় তাহার কৃষ্ণ-কালো কেশঁ।
দুপুর বেলার অন্ধকারময়
ছায়ার মত অচেনার এক বেশ।
কালো-কালো
কালো বলি নহে তাহার মন
ইচ্ছে হলেই দিতাম পাড়ি
তাহার উজান গেট।
ধুসর ধু-ধূ মেঘ করিয়াছে তাহার নয়ন'পানে
মলিন প্রেমের অন্ধকারময় ছায়া
যেন নতুন আলোর সন্ধান ডেকে আনে।
মনে করি তাহার প্যাঁচাল
করি ফিসফিস
তাহার হৃদয়ে নয়তো আমি
হয়তো এক'রাশ বিষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৩/০৮/২০১৮ভালো