www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রভুত্ব জ্ঞান

প্রভু মোরে দান কর
তোমারি অসীম জ্ঞান।
পড়ি যেন তোমারি কারণ
সৃস্টিজগত আর এই আসমান।
আকাশ-কুসুম তফাৎ করি
বানিয়েছো এই মহল!
নিখুঁত হাতের লেখা তোমার,
দেখী কুরানের প্রত্যেক'টা অক্ষর।

প্রভু মোরে দান কর
তোমারি অসীম জ্ঞান।
করি যেন সৃস্টির সেবা,
স্রস্টা তুমিই একমাত্র সহায়ক।
প্রতিবারে করি পূজা
তোমারি অর্থায়ন,
দিবালোকে আছো তুমি
সকল শ্রোতার অন্তরায়ন।
"পড়!তোমার প্রভুর নামে"
তুমি দিলে বাণী
আমরা মানব জাতি
সকল ধর্মের লোক তা'ই মানি।
পাপ করি মোরা সকাল-সন্ধ্যা
নাহি চাহি ক্ষমা
এ জগতের পাপের ভাগি তো তুমি!
কেন পাড়ি জমিয়েছো আসমান ছেদি?

প্রভু মোরে দান কর
তোমারি অসীম জ্ঞান
প্রচারিত করি যেন
সকল রাজ-সম্মান।
ভ্রাতা-ভগ্নী,ভগ্নীপতি সম করি সদা
দেশ যেন মোর দেখি সবুজ রঙে রাঙা।
"তুলি দুই-হাত করি মুনাজাত"
পড়ি বার বার,
জগত'টা রাখিও ভালো এই আবদার।
জ্ঞান দিয়ো প্রভু মোরে
করি যেন ব্যয় তোমার দরবারে।
বাঁধিও না মোর পায়ে শিকল
সারাজীবন রাখিও তোমার শিষ্য'র মতন।
প্রভু মোরে দান কর!
দান কর!! তোমারি অসীম জ্ঞান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অলি শর্ম্মা ০৯/০৯/২০১৮
    Khub bhalo laglo
  • তরুণ কান্তি ২০/০৮/২০১৮
    গভীর অনুভবের কবিতা ।বিনয় দানের জন্য একান্তই।
  • মধু মঙ্গল সিনহা ১৯/০৮/২০১৮
    বাহ বাহ
    অফুরন্ত সুন্দর মনমুগ্ধকর হৃদয় ছুঁয়ে গেল, কবিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
 
Quantcast