প্রেম প্রস্ফুটিত হতে দাও
না, যেয়ো না—প্রস্থানের সময় এখন
নয়, আরও কিছুক্ষণ থাকো, আরও কথা
বলে যাও ইশারায়, আরও চোখে চোখে
ভালবাসো। ভালবাসা হ'লে-তাকে ক'রো
না আড়াল—বরং প্রেম প্রস্ফুটিত হতে
দাও, বাঙময় হতে দাও । অব্যর্থ শরের
মতো, তা বিদ্ধ হবেই জেনো প্রেমিকের
হৃদয়ে—যদি প্রকৃত ভালবেসে থাকো।
এখনই ছেড়ো না হাল, উহু, ঝঞ্ঝাক্ষুব্ধ
মাঝ সমুদ্রে—নাবিক যেভাবে লড়াই
করে চলে-অবিরাম-একাগ্রচিত্তে... সে
প্রত্যয়ী নাবিক হও তুমি আজ । যদি
সত্যি ভালবাসো তাকে—প্রেম প্রস্ফুটিত
হতে দাও—ভালবাসা জানে না আড়াল।
নয়, আরও কিছুক্ষণ থাকো, আরও কথা
বলে যাও ইশারায়, আরও চোখে চোখে
ভালবাসো। ভালবাসা হ'লে-তাকে ক'রো
না আড়াল—বরং প্রেম প্রস্ফুটিত হতে
দাও, বাঙময় হতে দাও । অব্যর্থ শরের
মতো, তা বিদ্ধ হবেই জেনো প্রেমিকের
হৃদয়ে—যদি প্রকৃত ভালবেসে থাকো।
এখনই ছেড়ো না হাল, উহু, ঝঞ্ঝাক্ষুব্ধ
মাঝ সমুদ্রে—নাবিক যেভাবে লড়াই
করে চলে-অবিরাম-একাগ্রচিত্তে... সে
প্রত্যয়ী নাবিক হও তুমি আজ । যদি
সত্যি ভালবাসো তাকে—প্রেম প্রস্ফুটিত
হতে দাও—ভালবাসা জানে না আড়াল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৬/০৯/২০১৭খুব সুন্দর - শেষ লাইনটা অতুলনীয় ...
-
আবুল খায়ের ২৬/০৯/২০১৭চমৎকার লেখা
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Love is love.......... Thanks.
-
কামরুজ্জামান সাদ ২৫/০৯/২০১৭সত্যিই তো ভালবাসা আড়াল জানে না।