সখী ক্ষমিও আমারে
প্রিয় সখী, বলেছিলে: ভালবাসি, আহা,
অর্বাচীন আমি বুঝি নাই তা—নিটোল
প্রেমেতে বাড়ানো হাত সরিয়ে দিয়েছি
অবহেলাভরে ! জানি, বেদনার্ত হয়ে
কেঁদেছিলে অগোচরে, একাকী-গুটিয়ে
গিয়েছ নিজেতে । ব্যর্থ প্রেমের শুকনো
সেই ঝরা ফুল সেথা—আজও বুঝি পড়ে
আছে ! সখী, পার যদি ক্ষমিও আমারে।
জানি, সময় ভুলিয়ে দেয়—মুছে দেয়
সব ক্ষত-ব্যথাভার । নতুন দিনের
আলো ভরে দেয় গত দিনের সকল
শূন্যতা । সখী, তবুও কিছু গূঢ় ব্যথা
রয়ে যায় সঙ্গোপনে , মনের গহীন
কোণে; সখী, পার যদি ক্ষমিও আমারে।
অর্বাচীন আমি বুঝি নাই তা—নিটোল
প্রেমেতে বাড়ানো হাত সরিয়ে দিয়েছি
অবহেলাভরে ! জানি, বেদনার্ত হয়ে
কেঁদেছিলে অগোচরে, একাকী-গুটিয়ে
গিয়েছ নিজেতে । ব্যর্থ প্রেমের শুকনো
সেই ঝরা ফুল সেথা—আজও বুঝি পড়ে
আছে ! সখী, পার যদি ক্ষমিও আমারে।
জানি, সময় ভুলিয়ে দেয়—মুছে দেয়
সব ক্ষত-ব্যথাভার । নতুন দিনের
আলো ভরে দেয় গত দিনের সকল
শূন্যতা । সখী, তবুও কিছু গূঢ় ব্যথা
রয়ে যায় সঙ্গোপনে , মনের গহীন
কোণে; সখী, পার যদি ক্ষমিও আমারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৪/০৯/২০১৭অনবদ্য
-
সমির প্রামাণিক ২২/০৯/২০১৭"নতুন দিনের আলো ভরে দেয় গত দিনের সকল শূন্যতা"।
চমৎকার ক্ষমা প্রকাশের উপস্থাপন। শুভেচ্ছা। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৯/২০১৭অ ন ব দ্য।
-
আজাদ আলী ২২/০৯/২০১৭Nice poem......Thanks poet.