www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সখী ক্ষমিও আমারে

প্রিয় সখী, বলেছিলে: ভালবাসি, আহা,
অর্বাচীন আমি বুঝি নাই তা—নিটোল
প্রেমেতে বাড়ানো হাত সরিয়ে দিয়েছি
অবহেলাভরে ! জানি, বেদনার্ত হয়ে
কেঁদেছিলে অগোচরে, একাকী-গুটিয়ে
গিয়েছ নিজেতে । ব্যর্থ প্রেমের শুকনো
সেই ঝরা ফুল সেথা—আজও বুঝি পড়ে
আছে ! সখী, পার যদি ক্ষমিও আমারে।

জানি, সময় ভুলিয়ে দেয়—মুছে দেয়
সব ক্ষত-ব্যথাভার । নতুন দিনের
আলো ভরে দেয় গত দিনের সকল
শূন্যতা । সখী, তবুও কিছু গূঢ় ব্যথা
রয়ে যায় সঙ্গোপনে , মনের গহীন
কোণে; সখী, পার যদি ক্ষমিও আমারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast