সদ্যজাত শিশুর আকাঙ্ক্ষা
সদ্যজাত ছোট্ট শিশু তাকিয়ে আছে, এ
পৃথিবীর দিকে। ওর ক্ষুদে চোখে, কতো
বিস্ময় নিয়ত করে খেলা! মাতৃক্রোড়ে
খুঁজে পায় অনাবিল সুখ। ওর ছোট
ছোট হাত পা'র শূন্যে ছোড়াছুড়ি, শুধু
শুধু নয় তা, ও ঠিক চায় কিছু ব্যক্ত
করতে ওর ভাষাতে। আমরা বুঝতে
পারি না, সে কেবলই আমাদের ত্রুটি!
ওর জন্যে চাই এক সুস্থ, বাসযোগ্য
পৃথিবী। যেখানে ওর অনাগত দিন
হবে নির্ঝঞ্ঝাট, মুক্ত আজকের তাবৎ
কলুষতা, অনিয়ম থেকে। ঠিক কিছু
বলছেই ও হাত পা ছুড়ে! নিশ্চয় ও
চাইছে, শান্তির সেই অনন্য পৃথিবী।
পৃথিবীর দিকে। ওর ক্ষুদে চোখে, কতো
বিস্ময় নিয়ত করে খেলা! মাতৃক্রোড়ে
খুঁজে পায় অনাবিল সুখ। ওর ছোট
ছোট হাত পা'র শূন্যে ছোড়াছুড়ি, শুধু
শুধু নয় তা, ও ঠিক চায় কিছু ব্যক্ত
করতে ওর ভাষাতে। আমরা বুঝতে
পারি না, সে কেবলই আমাদের ত্রুটি!
ওর জন্যে চাই এক সুস্থ, বাসযোগ্য
পৃথিবী। যেখানে ওর অনাগত দিন
হবে নির্ঝঞ্ঝাট, মুক্ত আজকের তাবৎ
কলুষতা, অনিয়ম থেকে। ঠিক কিছু
বলছেই ও হাত পা ছুড়ে! নিশ্চয় ও
চাইছে, শান্তির সেই অনন্য পৃথিবী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৯/২০১৭খুব ভালো।
-
সাঁঝের তারা ০৬/০৯/২০১৭বাসযোগ্য পৃথিবী! খুব সুন্দর মানবিকতার কবিতা