কারণ মানুষ পাশে ছিল আছে তাই
সারা পৃথিবী ঘুরেছি আমি; অবিরাম
হেঁটেছি পা'য়ে, সহস্র শহর বন্দর
গ্রাম। কতো জনারণ্য পেরিয়ে এসেছি,
কতো পথ! কতো ঝর তুফানের বৈরী
মৌসুমকে অতিক্রম করে, ঠিক পৌছে
গেছি, লোকাল বাসের যাত্রী ছাউনির
নীচে, কাক ভেজা হয়ে গুটিসুটি; শীতে
জবুথবু, ডিসেম্বর ও জানুয়ারিতে।
কারণ মানুষ পাশে ছিল সদাই; সে
সব ঝঞ্ঝাবর্ত রাতে, বন্ধুর সড়কে
মানুষ ঠিক বাড়িয়ে দিয়েছিল হাত
বন্ধুত্বের; ফের উঠে দাঁড়িয়েছি, ফের
নেমেছি সড়কে। শুধু মানুষ রয়েছে
পাশে তাই, আমি আজো অক্লান্ত পথিক।
হেঁটেছি পা'য়ে, সহস্র শহর বন্দর
গ্রাম। কতো জনারণ্য পেরিয়ে এসেছি,
কতো পথ! কতো ঝর তুফানের বৈরী
মৌসুমকে অতিক্রম করে, ঠিক পৌছে
গেছি, লোকাল বাসের যাত্রী ছাউনির
নীচে, কাক ভেজা হয়ে গুটিসুটি; শীতে
জবুথবু, ডিসেম্বর ও জানুয়ারিতে।
কারণ মানুষ পাশে ছিল সদাই; সে
সব ঝঞ্ঝাবর্ত রাতে, বন্ধুর সড়কে
মানুষ ঠিক বাড়িয়ে দিয়েছিল হাত
বন্ধুত্বের; ফের উঠে দাঁড়িয়েছি, ফের
নেমেছি সড়কে। শুধু মানুষ রয়েছে
পাশে তাই, আমি আজো অক্লান্ত পথিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২৯/০৮/২০১৭ভালো হয়েছে, শুভেচ্ছা রইল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৮/২০১৭অ ন ব দ্য।
-
সাঁঝের তারা ২৯/০৮/২০১৭অপূর্ব সুন্দর ভাবনা!
-
রেজাউল আবেদীন ২৮/০৮/২০১৭মানুষ পাশে থাকলে সবি সম্ভব।