নগ্নদের সভ্যতা
আমরা সবাই নগ্ন, আমাদের গা'য়ে
পোষাকের লেশমাত্র নেই, তবু দিব্যি
ঘুরছি ফিরছি, পান চিবুচ্ছি দোকানে;
আপাদমস্তক নগ্ন; নির্বিকার তাবৎ
সামাজিকতা পালন করে যাচ্ছি। আজ
আর পোষাকের কোনো প্রয়োজন নেই
আমাদের সভ্যতায়। চারিদিকে আজ
শুধু নগ্নদের নগ্ন জয়জয়কার।
নগ্ন ডায়ে নগ্ন বায়ে। রাস্তায় কাপড়
পরা পাগল হাসছে খিলখিল। ওর
দিকে সবাই তাকাচ্ছি করুণার দৃষ্টি
নিয়ে। একজন হঠাৎ পোষাক চাপিয়ে
নেমেছিল কাল পথে, 'নগ্ন হ' অসভ্য'
বলে, ওকে জোর করে নগ্ন করা হলো।
পোষাকের লেশমাত্র নেই, তবু দিব্যি
ঘুরছি ফিরছি, পান চিবুচ্ছি দোকানে;
আপাদমস্তক নগ্ন; নির্বিকার তাবৎ
সামাজিকতা পালন করে যাচ্ছি। আজ
আর পোষাকের কোনো প্রয়োজন নেই
আমাদের সভ্যতায়। চারিদিকে আজ
শুধু নগ্নদের নগ্ন জয়জয়কার।
নগ্ন ডায়ে নগ্ন বায়ে। রাস্তায় কাপড়
পরা পাগল হাসছে খিলখিল। ওর
দিকে সবাই তাকাচ্ছি করুণার দৃষ্টি
নিয়ে। একজন হঠাৎ পোষাক চাপিয়ে
নেমেছিল কাল পথে, 'নগ্ন হ' অসভ্য'
বলে, ওকে জোর করে নগ্ন করা হলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ২৮/০৮/২০১৭অসাধারণ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৮/২০১৭খুব খুব ভালো।
-
কামরুজ্জামান সাদ ২৮/০৮/২০১৭দারুন
-
সমির প্রামাণিক ২৭/০৮/২০১৭মুগ্ধতা।