এক কাপ কালো কফি
এক কাপ কালো কফি আহা কী সহজে
ভুলিয়ে দিতে পারে তাবৎ জটিলতা
জীবনের! বিউগলে বিষণ্ণ সুরও
লাগে ভালো, সুমধুর। চুমুকে চুমুকে
দিব্যি হারিয়ে যাওয়া যায়, এইসব
টানাপোড়েনের মেকি সম্পর্কের মিথ্যে
মায়াজাল ছিন্ন করে, নষ্ট পৃথিবীর
দুষ্ট মানুষের থেকে অনেক দূরত্বে।
এক কাপ কালো কফি, কখনও
সবচে' আপনজন হয়ে, চুপচাপ
শুনে যায় সব কথা; দারুণ অব্যক্ত
যা! গোপন ব্যথাগুলো ওর সাথে ভাগ
করে, দিব্যি হতে পারি ভারমুক্ত। এক
কাপ কালো কফি মানে বিশ্বস্ত বন্ধুত্ব।
ভুলিয়ে দিতে পারে তাবৎ জটিলতা
জীবনের! বিউগলে বিষণ্ণ সুরও
লাগে ভালো, সুমধুর। চুমুকে চুমুকে
দিব্যি হারিয়ে যাওয়া যায়, এইসব
টানাপোড়েনের মেকি সম্পর্কের মিথ্যে
মায়াজাল ছিন্ন করে, নষ্ট পৃথিবীর
দুষ্ট মানুষের থেকে অনেক দূরত্বে।
এক কাপ কালো কফি, কখনও
সবচে' আপনজন হয়ে, চুপচাপ
শুনে যায় সব কথা; দারুণ অব্যক্ত
যা! গোপন ব্যথাগুলো ওর সাথে ভাগ
করে, দিব্যি হতে পারি ভারমুক্ত। এক
কাপ কালো কফি মানে বিশ্বস্ত বন্ধুত্ব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৮/২০১৭খুব ভালো হয়েছে।
-
কামরুজ্জামান সাদ ২৪/০৮/২০১৭লেখাটা চমৎকার হয়েছে
-
সাঁঝের তারা ২৩/০৮/২০১৭অনবদ্য!
-
সুশান্ত বিশ্বাস ২৩/০৮/২০১৭ভালো হয়েছে ....