বসন্তে উদ্যানে এসো
বসন্তে আবার এসো উদ্যানে। সেখানে
মাতাল করা সৌরভ ফুলের। ফুলেল
ডালিম গাছের নীচে প্রেমী যুগলেরা
থাকে পাশাপাশি। গল্প গানে ভরা থাকে
সারাবেলা। আছে আলো, আছে মদিরাও,
যতো খুশি কর পান, ভুলে যাবে সব
ব্যথা, সব যন্ত্রণার হবে অবসান;
আবার একত্রে মোরা নাচবো খুশিতে।
তুমি ঠিক এসো সখী উদ্যানে আসছে
বসন্তে। আমি থাকবো অপেক্ষায়, ছায়া
ছায়া সন্ধ্যায় চেনা সে সড়কে। দুজন
একসাথে ফের যাবো স্বর্গোদ্যানে। এম্নি
বসন্ত সখী আসে না বারবার! এই
শুভেচ্ছামন্ত্রণ তুমি ভুলো না আমার।
(ফার্সি কবি জালালুদ্দিন রুমির কবিতা অবলম্বনে।)
মাতাল করা সৌরভ ফুলের। ফুলেল
ডালিম গাছের নীচে প্রেমী যুগলেরা
থাকে পাশাপাশি। গল্প গানে ভরা থাকে
সারাবেলা। আছে আলো, আছে মদিরাও,
যতো খুশি কর পান, ভুলে যাবে সব
ব্যথা, সব যন্ত্রণার হবে অবসান;
আবার একত্রে মোরা নাচবো খুশিতে।
তুমি ঠিক এসো সখী উদ্যানে আসছে
বসন্তে। আমি থাকবো অপেক্ষায়, ছায়া
ছায়া সন্ধ্যায় চেনা সে সড়কে। দুজন
একসাথে ফের যাবো স্বর্গোদ্যানে। এম্নি
বসন্ত সখী আসে না বারবার! এই
শুভেচ্ছামন্ত্রণ তুমি ভুলো না আমার।
(ফার্সি কবি জালালুদ্দিন রুমির কবিতা অবলম্বনে।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর কাইজার ২৪/০৮/২০১৭ভালো লাগলো
-
সাঁঝের তারা ২৩/০৮/২০১৭খুব ভালো ...
-
দীপঙ্কর বেরা ২৩/০৮/২০১৭দারুণ দারুণ
-
মোনালিসা ২৩/০৮/২০১৭অনেক সুন্দর
-
সমির প্রামাণিক ২৩/০৮/২০১৭আমন্ত্রণ বসন্তের- আমন্ত্রণ সখীকে। চমৎকার।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৮/২০১৭খুব ভালো।
-
অনির্বাণ সূর্যকান্ত ২৩/০৮/২০১৭বেশ ভালো লাগলো। এগিয়ে যাক কবিতা।
-
সুশান্ত বিশ্বাস ২৩/০৮/২০১৭অনেক ভালো