তরুণকে
তোমাদের হাত থাক সতত উদ্যত,
মিছিলে শ্লোগানে। দৃপ্ত তোমাদের
ভাস্বর কণ্ঠ, বারুদ হয়ে বিস্ফোরিত
হোক রাজপথে। ধূর্ত, পাপী শাসকের
মসনদ থরথর কেঁপে ওঠা, বজ্র
কণ্ঠে বন্ধুগণ, করো চিৎকার আরো
একবার, জোর ধাক্কা ওই দেয়ালেতে
আবার। নিশ্চিহ্ন হোক সব অনাচার।
তোমাদের ওই দীর্ঘ, দৃঢ় হাত বড্ড
প্রয়োজন পৃথিবীতে। দেখ মিথ্যে, ছল
সভ্যতার বিষ বাষ্প ছড়ানো ইথারে,
দিকে দিকে। সবখানে অবিচার। হাতে
হাত রাখো বন্ধুগণ, দল বেঁধে নামো
পথে। যদি মুক্তি চাও দাঁড়াও মিছিলে।
মিছিলে শ্লোগানে। দৃপ্ত তোমাদের
ভাস্বর কণ্ঠ, বারুদ হয়ে বিস্ফোরিত
হোক রাজপথে। ধূর্ত, পাপী শাসকের
মসনদ থরথর কেঁপে ওঠা, বজ্র
কণ্ঠে বন্ধুগণ, করো চিৎকার আরো
একবার, জোর ধাক্কা ওই দেয়ালেতে
আবার। নিশ্চিহ্ন হোক সব অনাচার।
তোমাদের ওই দীর্ঘ, দৃঢ় হাত বড্ড
প্রয়োজন পৃথিবীতে। দেখ মিথ্যে, ছল
সভ্যতার বিষ বাষ্প ছড়ানো ইথারে,
দিকে দিকে। সবখানে অবিচার। হাতে
হাত রাখো বন্ধুগণ, দল বেঁধে নামো
পথে। যদি মুক্তি চাও দাঁড়াও মিছিলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুল ইসলাম ফারাবী ২২/০৮/২০১৭এগিয়ে যাও
-
সাঁঝের তারা ২২/০৮/২০১৭অপূর্ব - প্রতিবাদে সবাই হোক সোচ্চার ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৮/২০১৭খুব ভালো।
-
আরিফুল ইসলাম ২২/০৮/২০১৭অসাধারণ!